করোনা আক্রান্ত তবুও মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী অভিনেত্রী অপরাজিতা আঢ্য
ষষ্ঠীর দিন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও তাঁর পরিবারের অপর তিন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। উত্কন্ঠার মধ্যে দিয়েই কেটেছে দুর্গাপুজো। প্রতি বছর জাঁকজমক করে অভিনেত্রীর বাড়িতে অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। করোনা আক্রান্ত হওয়ার সত্ত্বেও সেই রীতিতে কিন্তু ছেদ পড়ল না। আড়ম্বরের অভাব রয়েছে, তবে ভক্তি ও নিষ্ঠা কমেনি এতটুকুও।