এবার নববর্ষ একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের। ১৫ এপ্রিল পিতৃ বিয়োগ হয়েছে হিরো আলমের। জানা যাচ্ছে, বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর পালক পিতা আবদুর রজ্জাক। এদিকে বাবাকে হারানোর সঙ্গে সঙ্গেই তৃতীয় স্ত্রী রিয়া মনিকে নিজের জীবন থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন হিরো আলম।
কিন্তু পিতৃ বিয়োগের পর তৃতীয় স্ত্রীকে কেন জীবন থেকে বয়কট করলেন হিরো আলম?
হিরো আলম এর কারণ হিসেবে জানিয়েছেন, তাঁর বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন পাশে ছিলেন না তাঁর স্ত্রী রিয়া মনি। তাঁর বউ শ্বশুরমশাই-এর দেখাশোনা করেননি বলে অভিযোগ তাঁর। এমনকি রিয়া মনির পরিবারের অন্য কোনো সদস্যও তাঁর বাবাকে দেখাতে আসেনি বলে দাবি হিরোর।
প্রসঙ্গত বংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হিরো আলমের পালক পিতা আবদুর রজ্জাক। শৈশবেই হিরো আলমের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে মারা যান ইউটিউবারের জন্মদাতা বাবা।
আরও পড়ুন-‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়…’, একফ্রেমে দুই কিংবদন্তি সাবিত্রী-রাখি, ছবি দিলেন পিঙ্কি
যদিও বাবা কিংবা রিয়া মনিকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি হিরো আলম। তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনোও কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’