কর্মসূত্রে পরে বৈবাহিক সূত্রে বহুদিন হল তিনি মুম্বই নিবাসী। তবে দীর্ঘ ২২ বছর পর শিবপ্রসাদ ও নন্দিতার হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। আর এবার কলকাতায় দেখা হয়েছিল স্বর্ণযুগের দুই কিংবদন্তির। আর এরাঁ হলেন রাখি গুলজার ও সাবিত্রি চট্টোপাধ্যায়। একজন সিনেমার স্বর্ণযুগের শুরুতে অভিনয় শুরু করেছিলেন, আরেকজন শেষের দিকে দর্শকদের মন জয় করেন। বুধবার ফেসবুকে দুই কিংবদন্তি রাখি ও সাবিত্রির দেখা হওয়ার ছবি শেয়ার করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে একে অপরকে হাসিমুখে জড়িয়ে ধরে থাকতে দেখা যাবে সাবিত্রি ও রাখিকে। ছবির ক্য়াপশানে পিঙ্কি লেখেন, ‘An immortal moment’. অর্থাৎ ‘এক অমর মুহূর্ত…’। ছবিটা দেখে আপনারও হয়ত রবীন্দ্রনাথের সেই গানের লাইন মনে আসবে, ‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়…’।
পিঙ্কির পোস্ট করা ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই। একজন লেখেন, ‘আহাঃ কি অসাধারণ সুন্দর একটা ফ্রেম’। আরও একজন লেখেন, ‘আমাদের স্বর্ণযুগের সোনার মতই অমূল্য দুজন মানুষ’। কারোর মন্তব্য, ‘Legends meet together’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, রাখি ও সাবিত্রি দুজনকেই দেখা যাবে উইনডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবিতে। দুজনেই কিংবদন্তি তবে অল্প বয়সে কখনও একসঙ্গে কাজ করেননি রাখি গুলজার ও সাবিত্রি চট্টোপাধ্যায়। নববর্ষের দিনই সকলকে চমকে দিয়ে রাখি ও সাবিত্রির সঙ্গে ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা জানাই আপনাদের সকলকে। বড়দের জানাই প্রণাম। যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তার দুই কিংবদন্তি শিল্পীকে আপনাদের সামনে একসাথে নিয়ে আসতে চলেছি 'আমার বস' সিনেমায়। শুভমুক্তি মে মাসের নয় তারিখ। নববর্ষে সবাই থাকুন হাসি খুশি, ছড়িয়ে পড়ুক আনন্দের বাতাস।'
শিবপ্রসাদের এই পোস্টের পরই খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন বাংলা সিনেপ্রেমীরা।'আমার বস' ছবিতে রাখি গুলজার, সাবিত্রী চট্টোপাধ্যায় ছাড়াও থাকছেন শিবপ্রসাদ নিজেই। পর্দায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস, ঐশ্বর্য সেন, সৌরসেনী, জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু।