চলতি বছর আহান পান্ডে এবং অনিত পদ্দা অভিনীত ‘সাইয়ারা’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেত্রী। একজন অসুস্থ প্রেমিকার চরিত্রে অভিনয় করার পর এবার একেবারে অন্যরকম একটি রূপে ধরা দিতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, ২২ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় করতে চলেছেন একটি কোর্টরুম ড্রামা সিনেমায়, যেখানে একজন এমন তরুণীর চরিত্রে অভিনয় করবেন তিনি যিনি ন্যায় বিচারের জন্য লড়াই করবেন গোটা সিস্টেমের সঙ্গে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এই সিনেমায় অর্জুন মাথুর এবং ফাতিমা সানা শেখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিতকে। আইনি লড়াইয়ের পটভূমিতে তৈরি হওয়া এই সিনেমাটি সাহস এবং সত্যের রূপ তুলে ধরবে সিনেমার মাধ্যমে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই সিনেমায় অনিত একজন এমন একটি নারী চরিত্রে অভিনয় করবেন যার সঙ্গে দুর্ব্যবহার করেন একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সিনেমাটি পরিচালনা করেছেন নিত্য মেহরা, যিনি এর আগে মেড ইন হেভেন, বার বার দেখো ছবির পরিচালক হিসেবে পরিচিত। তবে এই প্রথম নয়, এর আগেও পরিচালকের বিগ গার্লস ডোন্ট ক্রাই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করার পর বর্তমানে ডিজিটাল প্লাটফর্মেও মুক্তি পেয়েছে সাইয়ারা। বড় পর্দার পর এখন রমরমিয়ে নেটফ্লিক্স এর পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটি। সিনেমাটি গত ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।
এই ছবিটি বিশ্বব্যাপী মোট আয় প্রায় ৫৭৯.৬৭ কোটি টাকা। এটি এই বছর বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী রোমান্টিক চলচ্চিত্র এবং এর নির্মাণ খরচ মাত্র ৩ দিনে উঠে আসে। শুধু ভারত থেকেই এই সিনেমাটি আয় করেছে ৩০০ কোটি টাকা।