সুহানার মা গৌরী খান ও অনন্যার মা ভাবনা পান্ডে এবং অনন্যা ও সুহানার আর এক প্রাণের বন্ধু শানায়া কাপুরের মা মহীপ কাপুর একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের রেশ তাঁদের পরবর্তী প্রজন্মেও বহমান। অনন্যা পান্ডের সঙ্গে তাঁর ছোটবেলার বন্ধু সুহানা খান এবং শানায়া কাপুরের সুন্দর সম্পর্ক কারুরই অজানা নয়। তাঁদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তাঁরা একসঙ্গে ছবি দিয়ে লেখেন BFF গোল। শৈশব থেকেই তাঁদের বন্ধুত্ব খুব দৃঢ়। একসঙ্গে বড় হয়েছেন তাঁরা। তবে শুধুমাত্র সুহানা বা শানায়া নয়, তাঁদের পরিবারের সঙ্গেও অনন্যার খুব ভালো সম্পর্ক। অনন্যার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের সঙ্গেও।
আর সেই সম্পর্কের উদযাপন এখন অনন্যার ইন্সটাগ্রাম প্রোফাইলে গেলেই নজর কাড়ছে। শাহরুখ IIFA অ্যাওয়ার্ড শো-এর জন্য আবুধাবিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে অনন্যা ও শাহরুখ একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে অনন্যা লেখেন, ‘কিং /বেস্টি আপনাকে সবসময় ভালোবাসি @iamsrk।’
আরও পড়ুন: শাহরুখ-কন্যা সুহানার থেকে এই ১টা ব্যাপারে পিছিয়ে, শেষমেশ মানতেই হল অনন্যা পাণ্ডেকে
সুহানা খান অনন্যার এই ছবিটি দেখেই মন্তব্য করেছেন। তিনি লিখেছিলেন, ‘কিউটিস।’ অনন্যার মা ভাবনাও একটি ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। তাছাড়াও অনুরাগীরা এই ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড, এই ছবিটা মন ছুঁয়ে গেল।’ আরেক জন ভক্ত লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা।’ শানায়া কাপুরও হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: 'অভিনেতা হওয়ার জন্য আমার সন্তানদের উপর কোনও চাপ নেই…' তৈমুরের কোন কথায় সইফের এই সিদ্ধান্ত?
অনন্যা পান্ডের কেরিয়ার সম্পর্কে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে বেশ রমরমিয়ে চলছে। এরপরে, তাঁর সাইবার থ্রিলার ‘CTRL’ আসতে চলেছে নেটফ্লিক্সে। সেখানে AI মানুষের জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে। সিরিজটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে৷
'কল মি বে' সম্পর্কে
অনন্যার কমেডি সিরিজ, 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা গিয়েছে নয়া দিল্লির মেয়ে 'বে'। এই চরিত্রে দেখা গিয়েছে অনন্যাকে। সেখানে দেখানো হয়েছে 'বে' একটি বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু কিছু কারণে তাঁর এই জগতটি হঠাৎ ভেঙে পড়ে, তার পরিবারের তাকে অস্বীকার করে। তারপর মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় 'বে'কে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আসতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটির প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।