মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আলিয়া ভাট মুম্বইয়ে তাঁর নির্মীয়মান বাড়ির ভিডিয়ো পোস্ট করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই গোটা পরিবারকে নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ান আলিয়া। নেপথ্যে রয়েছে কোন কারণ?
মঙ্গলবার আলিয়াকে তাঁর আসন্ন ছবি ‘সংস অফ প্যারাডাইস’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতে দেখা যায়। এই অনুষ্ঠানে শুধু আলিয়া নন, উপস্থিত ছিলেন মহেশ ভাট, সোনি রাজদান এবং আলিয়ার বোন শাহীন।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
অনুষ্ঠানে আলিয়াকে একটি সাদা টপ, ধূসর রঙের কোট এবং নীল ডেনিম জিন্স পরে দেখতে পাওয়া যায়। শাহীন পরেছিলেন একটি গারো লাল রঙের ওভার শার্ট, ম্যাচিং প্যান্ট এবং একটি সাদা রঙের টপ। তবে সব থেকে বেশি নজর কেড়েছেন সোনি। এই বয়সেও যেভাবে তিনি নিজেকে ধরে রেখেছেন, সেটা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সকলে।
আলিয়ার বক্তব্য প্রসঙ্গে
রাজ কাপুরের বিখ্যাত কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় নির্মিত ছয়তলা বাংলোটি প্রায় তিন বছর ধরে নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি এই বাড়িটার কিছুটা অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, আলিয়া এবং রণবীর তাঁদের নতুন বাড়ির নির্মাণ কাজ পর্যালোচনা করছেন।
ভিডিও ভাইরাল হতেই কড়া বার্তা দিয়েছেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘আমি জানি যে মুম্বইয়ের মতো শহরে জায়গা খুব সীমাবদ্ধ। কখনও আপনার বাড়ির জানলা থেকে, সামনের বাড়ির ভিতর দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের ব্যাক্তিগত ব্যাপার এইভাবে ভিডিয়ো করে সেটা অনলাইনে ছড়িয়ে দেবেন। আমাদের বাড়ির একটি ভিডিয়ো, যা এখনও নির্মীয়মান, তা রেকর্ড করে একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। আমাদের অনুমতি না নিয়েই।’
আরও পড়ুন: 'বাবু ভালো থাকিস...', প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ প্রসেনজিৎ
আরও পড়ুন: বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিতিক্ষা, কোন ছবিতে, কার বিপরীতে দেখা যাবে তাঁকে?
আলিয়া আরও লেখেন, ‘এটি স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘন এবং একটি গুরুতর সুরক্ষা সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত স্পেসের ভিডিয়ো করা বা ছবি তোলা কখনও কনটেন্ট হতে পারে না, এটি নিয়ম লঙ্ঘন। এটি কখনওই স্বাভাবিক হতে পারে না।’