সম্প্রতি বিতর্কের কেন্দ্রে জাকির নায়েক। ইসলাম ধর্ম বিশেষজ্ঞ জাকির নায়েক পৃথিবীর নানা প্রান্তেই এই ধর্মচর্চা সম্পর্কে আলোচনা করতে এবং সেই বিষয়ে নিজের মতামত জানাতে যান। কোরানের চোখে জীবনের নানা ঘটনা কীভাবে ব্যাখ্যা করা যায়, তাও তিনি বলেন। হালে এমনই এক অনুষ্ঠানে তাঁর মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে। কী বলেছেন তিনি?
সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জাকির নায়েককে বলতে দেখা গিয়েছে, কোনও মহিলা যদি বিয়ে করার জন্য অবিবাবিত পুরুষ না পান, তাহলে তাঁর সামনে দুটো রাস্তাই খোলা থাকে। এক, বিবাহিত কোনও পুরুষকে বিয়ে করা নতুবা দেহব্যবসায় যুক্ত হওয়া। এই কথা বলার সময়ে তাঁর ভাষায় বেশ অবমাননাকর হয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকেই। কারণ তিনি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন, তার বাংলা করলে দাঁড়ায় ‘বাজারের নারী’। জাকির নায়েকের ভাষায়— ‘পাবলিক প্রপার্টি’।
এর পরে ওই ভিডিয়োয় তাঁকে বলতে দেখা যায়, তিনি যখনও কোনও মহিলাকে জিজ্ঞাসা করেছেন, এই দুটোর মধ্যে কোনটা বেছে নিতে চান, অধিকাংশই বলেছেন প্রথমটি। এই ভাবেই জাকির নায়েক বহুবিবাহের পক্ষে সাফাই দেওয়া এবং সেটির ন্যায্যতার পক্ষে কথা বলেছেন।
(আরও পড়ুন: মৃত্যশয্যায় থাকা ‘দাদা’র জন্য ২ মিনিট সময় হল না শাহরুখের! আফসোস নিয়েই মৃত্যু এরিক ডিসুজার)
(আরও পড়ুন: ৮ বছরের আইনি লড়াইয়ের অবসান! ব্র্যাড পিটের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন অ্যাঞ্জেলিনা জোলি)
জাকির নায়েকের এই ভিডিয়ো ভাইরাল হতে অনেকেই তাঁর সমালোচনা করেছেন। তবে অনেকের থেকেই এই বিষয়ে এগিয়ে পাকিস্তানের সঙ্গীতশিল্পী আলি জাফর। একেবারে খোদ কোরান থেকে উক্তি তুলে এনে তিনি জাকির নায়েকের উদ্দেশে বলেছেন, বিষয়টি একেবারেই এরকম নয়। এই দুইয়ের বাইরেও রয়েছে একটি রাস্তা। স্বাধীন ভাবে সম্মান নিয়ে একা বেঁচে থাকা।
এর পরেই আলি জাফর কোরান উদ্ধৃত করে বলেছেন, সেখানে কীভাবে পুরুষকে নারীদের সম্মান দেখানো এবং নারীদেরও পুরুষদের সম্মান দেখানোর কথা বলা হয়েছে। বিষয়টি পারস্পরিক সম্মান প্রদর্শনের উপরেই দাঁড়িয়ে রয়েছে বলে মত আলির।
এর পরে তিনি লিখেছেন তাঁর ব্যক্তিগত মত। সেখানে তিনি লেখেন, দীর্ঘ দিন ধরেই পুরুষতান্ত্রিক সমাজ নানা ভাবে মহিলাদের দমিয়ে রাখার এবং তাঁদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছে। এবং নানা ভাবে তাঁদের নিজেদের অপরাধী হিসাবে প্রতিপন্ন করতে চেয়েছে। এটির শেষ হওয়া উচিত বলেও মত আলি জাফরের। শেষে তিনি বলেছেন, এই সমালোচনায় জাকির নায়েক অপমানিত হবেন না বলেই তিনি আশা রাখেন। শান্তি বর্ষিত হোক সকলের উপরে— এই প্রার্থনাও করেছেন তিনি।