বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir on Ira-Nupur Wedding: মেয়ের বিয়ে হতেই সমস্ত বাবার মতোই কেঁদে ভাসালেন আমির, নিমেষে ভাইরাল ভিডিয়ো
পরবর্তী খবর
Aamir on Ira-Nupur Wedding: মেয়ের বিয়ে হতেই সমস্ত বাবার মতোই কেঁদে ভাসালেন আমির, নিমেষে ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2024, 09:22 AM ISTSubhasmita Kanji
Aamir on Ira-Nupur Wedding: মেয়ের বিয়ে হতে না হতেই কেঁদে ভাসালেন আমির খান। ইরা এবং নূপুরের বিয়েতে লুকিয়ে চোখের জল মুছতে দেখা গেল অভিনেতাকে।
মেয়ের বিয়ে হতেই সমস্ত বাবাদের মতোই কেঁদে ভাসালেন আমির
অবশেষে সামাজিক ভাবেও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরা খান এবং নূপুর শিখরে। ১০ জানুয়ারি উদয়পুরে পরিবার, আত্মীয়, বন্ধুদের সামনে চার হাত এক হয় তাঁদের। আর মেয়ের বিয়ে হয়ে যেতেই কান্নায় ভেঙে পড়লেন আমির খান। তাঁকে রীতিমত সকলের আড়ালে চোখের জল মুছতে দেখা গেল এদিন।
ইরা নূপুরের বিয়েতে আমিরের কান্না
ক্রিশ্চান মতে এদিন বিয়ে সারেন ইরা খান এবং নূপুর শিখরে। পরিবারের সামনেই তাঁরা বিবাহিত জীবন কাটানোর শপথ বাক্য পাঠ করেন। আর তারপরই তাঁদের একে অন্যকে গভীর ভাবে চুমু খেতে দেখা যায়। আর মেয়ের বিয়ে হয়ে যেতেই আর চার পাঁচজন সাধারণ বাবাদের মতোই কেঁদে ফেলেন আমির খান। ইরা এবং নূপুর শিখরের সেই চুমুর ভাইরাল ভিডিয়োতেই কাঁদতে দেখা যায় আমিরকে। তিনি রুমাল দিয়ে চোখ মুছছিলেন।
আমির খান এদিন একটি সাদা শার্ট এবং কালো স্যুট পরেছিলেন। একেবারে সামনের সারিতে বসেই মেয়ের বিয়ে দেখেন আমির খান এবং রীনা দত্ত।
আমিরের কান্না
ইরা এবং নূপুর শিখরের বিয়ে
বিয়ের দিন ইরা পরেছিলেন একটি সাদা গাউন। সঙ্গে তিনি চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন। দারুণ একটি টিয়ারা দিয়ে চুল সাজান তিনি এদিন। অন্যদিকে নতুন বর, নূপুরের পরনে ছিল সাদা রঙের শার্ট এবং ছাই রঙের স্যুট। এদিন ইরা এবং নূপুরের বিয়েতে এসেছিলেন আমিরের দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ রাও খান। আমির খানের প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্তকে এদিন একটি শাড়িতে দেখা যায়। বিয়ের পর এদিন যুগলকে একসঙ্গে দেখা যায়। ইরা খান এবং নূপুর শিখরে জমিয়ে নাচেন বিয়ে সেরেই। বরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলতে দেখা যায় তাঁকে।