সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ প্রতিবেদনের ক্লিপিং বারবার ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে, আমির খান নাকি বলেছেন ‘কুলি’ ছবিতে অভিনয় করা তাঁর সব থেকে বড় ভুল। সত্যি কি তিনি একথা বলেছেন? এবার এই বিষয়ে মুখ খুলল আমির খানের টিম।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান নাকি বলছেন রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ ছবিতে অভিনয় করে তিনি নাকি বিরাট বড় ভুল করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে এই খবরটি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
খুব স্বাভাবিকভাবেই আমিরের এই বিবৃতির কথা শুনে সকলেই নেতিবাচক মন্তব্য করেন। অবশেষে তাই এই বিষয়টি নিয়ে মুখ খোলেন আমিরের মুখপাত্র। তিনি বলেন, ‘রজনীকান্তের ‘কুলি’ ছবি নিয়ে কোনও সাক্ষাৎকার হয়নি। আমি এই বিষয় নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করেননি। সম্পূর্ণ খবর ভুল।’
আমিরের টিম থেকে এও জানানো হয়েছে, ‘বক্স অফিসে কুলি ৫০০ কোটি টাকার বেশি আয় করেছে। আমির রজনীকান্ত, মিস্টার লোকেশ এবং গোটা টিমের প্রতি কৃতজ্ঞ। বক্স অফিসে ছবিটি একটি হিট ছবি হিসেবে গণ্য করা হয়েছে, যা নিজেই প্রমাণ করে দেয় এই সিনেমা সম্পর্কে কেউ কোনও নেতিবাচক মন্তব্য করতে পারেই না।’
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
কুলি ছবি সম্পর্কে
গত ১৪ অগস্ট তামিল ছবি ‘কুলি’ মুক্তি পায় সারা দেশ জুড়ে। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। রজনীকান্ত ছাড়াও এই ছবিটা অভিনয় করেছেন আমির খান, নাগার্জুন আক্কিনেনি, উপেন্দ্র এবং শ্রুতি হাসানের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এই সিনেমায় আমির খান দাহা নামের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেতেই অনেকেই এই সিনেমায় অভিনয় করার জন্য আমির খানকে সমালোচনা করেন। যদিও ছবিটি মুক্তি পাওয়ার আগেই আমির খান জানিয়েছিলেন, তিনি চিত্রনাট্য শুনে সিনেমার জন্য রাজি হননি বরং এই ছবিতে শুধুমাত্র রজনীকান্ত আছে যিনি রাজি হয়েছেন অভিনয় করতে।