ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম শতরান করার নজির গড়ে ফেলেছেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে নবীনতম ব্যাটার হিসেবে অভিষেকেই শতরানকারীদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটার।
রাচিন রবীন্দ্র। ছবি: এএনআই
শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপের আসর।প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের বদলা প্রথম ম্যাচেই নিয়ে ফেলেছে নিউজিল্যান্ড বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে একপেশে জয় পেয়েছে তারা। ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারেননি তাদের প্রথম সারির তিন ক্রিকেটার। ছিলেন না টিম সাউদি, কেন উইলিয়ামসন এবং লকি ফার্গুসন।তার পরেও বিরাট ব্যবধানে জয় পাওয়াটা নিঃসন্দেহে অনেক বড় কৃতিত্বের। নিউজিল্যান্ডের এই জয় সম্ভব হয়েছে মূলত তাদের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ের অবিচ্ছেদ্য পার্টনারশিপের কারণেই। আর এই ম্যাচে দলকে জয় এনে দেওয়ার পথে এক অনন্য নজির ও গড়ে ফেলেছেন রাচিন রবীন্দ্র।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম শতরান করার নজির গড়ে ফেলেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে নবীনতম ব্যাটার হিসেবে অভিষেকেই শতরানকারীদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় বংশোদ্ভুত এই ব্যাটার এদিন যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেছেন তা ছিল দেখার মতন। প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপে অভিষেক হয় রাচিন রবীন্দ্রর। আর প্রথম ম্যাচেই নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করার নজির গড়েছেন তিনি। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দেখে মনেই হয়নি যে তিনি তাঁর প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলছেন। এতটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। আর সেই আত্মবিশ্বাস ফুটে উঠেছে তাঁর ব্যাটিংয়ে। মাত্র ৮২ বলে এদিন শতরান করে এই নজির গড়লেন তিনি।