আইপিএল ২০২৫-এ নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিকক হয়ে যান। তারপর থেকেই গোটা বিশ্বেই কম বেশি আলোচনা হয়েছে তাঁকে নিয়ে। অনূর্ধ্ব ১৯ ইংল্যান্ড দলের বিরুদ্ধে বর্তমানে খেলার জন্য তিনি ইংল্যান্ডেই ছিলেন। সেখানে বেশ কয়েকটা ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে দুরন্ত সব পারফরমেন্স। এবার সেই বৈভবই উপস্থিত হলেন এজবাস্টনের মাঠে, তিনি স্ট্যান্ডে বসে সামনে থেকে দেখলেন গিলের দ্বিশতরান।
প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও নিজের দুরন্ত পারফরমেন্স বজায় রাখেন গিল। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচে দ্বিশতরানের নজির গড়েন গিল। এছাড়াও প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে সেনা দেশে দ্বিশতরান করেন তিনি। এর আগে ২০১১ সালে তিলকরত্নে দিলশান ১৯৩ রান করেছিলেন অধিনায়ক হিসেবে। ২০১৬ সালে বিরাট কোহলির পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারত অধিনায়ক বিদেশের মাটিতে দ্বিশতরান করল।
বার্মিংহ্যামে গিলের শতরানের পর সেলিব্রেশনটাই বুঝিয়ে দিচ্ছিল, এর গুরুত্ব ঠিক কতটা ছিল। তিনি ২৬৯ রানে শেষ পর্যন্ত আউট হলেন, সেই সুবাদেই তাঁর দলের রানও পৌঁছল প্রথম ইনিংসে ৫৮৭-তে। আর সেই ইনিংস দেখতেই স্ট্যান্ডে উপস্থিত হন বৈভব। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের পরই তাঁকে পাঠানো হয় এজবাস্টন টেস্ট দেখতে। এছাড়াও অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রেও ছিল সেখানে, অন্যান্য অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও এসেছিল।
বৈভবদের দেখে দিনেশ কার্তিককে কমেন্ট্রি বক্সে বলতে শোনা যায়, ‘অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুষ এবারে চেন্নাইয়ের হয়ে ভালোই খেলেছে আইপিএলে। আমরা বৈভবের জন্যেও গর্বিত, ও রাজস্থান রয়্যালসের হয়ে ভালো খেলেছে। আমি আশাবাদী যে এই ক্রিকেটাররাই একদিন ভারতীয় দলের হয়ে খেলবে, আর অবশ্যই আইপিএলও খেলবে ’। প্রসঙ্গত বৈভবের ৮৬ রানের ইনিংসের জন্যই অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে।