আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিত শর্মার ভারত। ২০১১ সালের পর ফের ৫০ ওভারের ফরম্যাটে সেরা হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। মুম্বইকর ব্যাটার রোহিত শর্মা ফাইনালে রাজকীয় ইনিংস খেলেছেন, ম্যাচের সেরাও হয়েছেন। তিনি মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ট্রফির জয়েরও নজির গড়েছেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সফল অধিনায়ক হিসেবেই থাকবেন।
বিরাট-রোহিত প্রমাণ করলেন তাঁরা ফুরিয়ে যাননি
কয়েক সপ্তাহ আগে পর্যন্ত ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছিল। অনেক নিন্দুক তো তাঁদের অবসরও প্রায় চেয়ে বসেছিলেন। যদিও শেষ তিন আইসিসি ইভেন্ট কিন্তু কথা বলছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পক্ষেই। ২০২৩ ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার হন বিরাট কোহলি। ২০২৪ টি২০ বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, আর সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে মোট সর্বোচ্চ রান ছিল রোহিত শর্মার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে রোহিত ম্যাচের সেরা হলেন, আর প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি।
রোহিতদের জয়ে বাঁধন ছাড়া উল্লাসে গাভাসকর
টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরমেন্সের পর বাঁধন হারা উচ্ছাসে মাততে দেখা গেল দলের ক্রিকেটার, সমর্থকদের। বাদ গেলেন না ১৯৮৩র বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার সুনীল গাভাসকরও। একেবারে ১২-১৪ বছরের বাচ্চা ছেলের মতোই নাচতে আর আনন্দ করতে দেখা গেল তাঁকে। রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশন করলেন তিনি কোমর দুলিয়ে। দেখে বোঝাই যাবে না, বয়সটা ৭০ পেরিয়ে গেছে তাঁর।
ভাইরাল সানির নাচের ভিডিয়ো
ভারতীয় ক্রিকেটের এই দিকপাল দীর্ঘদিন ধরেই ধারাভাষ্যকারের কাজ করেন। বিরাট রোহিতদের খারাপ সময় তাঁদের পাশে দাঁড়ান, পরামর্শও দেন মাঠের বাইরে থেকে। কাছ থেকে দেখেছেন বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতা। তা ভুলতেই দরকার ছিল একটা আইসিসি ইভেন্ট জয়। আর বছরের শুরুর তিন মাসের মধ্যেই অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় নিজেকে আর সামলে রাখতে পারেননি সানি। তাঁর নাচ দেখে সঞ্চালক হিসেবে থাকা মায়ান্তি ল্যাঙ্গারও বুঝতে পারছিলেন না, তিনি ঠিক কি করবেন। সানি নিজের তালে আপন মনেই জয় উদযাপন করতে থাকেন।
সানিকে দেখেই ক্রিকেট খেলায় এসেছি-হরভজন
তা দেখেই স্টার স্পোর্টসের সঞ্চালক যতীন সাপরু বলেন, ‘আজকে সানিজি-কে(সুনীল গাভাসকরকে) কে আটকাবে? ’। শুনে কমেন্ট্রি বক্সে থাকা আরেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং বলেন, ‘আজকে কারোর উচিতই নয় গাভাসকরজিকে আটকানো, কারণ এটা একটা অসাধারণ মূহূর্ত। আমরা তাঁকে একটা সময় দেখতাম খেলতে। উনি একজন কিংবদন্তি। ওনার জন্যই আজ আমরা ক্রিকেট খেলতে শিখেছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের হাতে এই ট্রফিগুলো রয়েছে। আজকে তিনিও ট্রফি জয়ের আনন্দই উপভোগ করছেন ’।