তাঁর সময়ের বিপজ্জনক অলরাউন্ডার শহিদ আফ্রিদি বরাবরই বিতর্কিত মন্তব্য করার জন্য কুখ্যাত ছিলেন। এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মাঝেমধ্যেই ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়ে থাকেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেও, তিনি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নিরাপত্তা নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এর জন্য তাঁর বিরুদ্ধে সরবও হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। যাইহোক এই পরিস্থিতিতে, আফ্রিদির একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানি সমর্থকেরাই তাঁকে মারধর করছেন।
শহিদ আফ্রিদির পুরনো ভিডিয়োটি কেন ভাইরাল হলো?
শহিদ আফ্রিদির পুরনো ভিডিয়োটি এখন ভাইরাল হওয়ার কারণ হল, শিখর ধাওয়ানের নামে একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে এক্স-এ একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আসলে আফ্রিদির বিরুদ্ধে শিখর ধাওয়ান সরব হওয়ার পর, পাক প্রাক্তনী খালি কাপ হাতে নিজের একটি ছবি পোস্ট করে ধাওয়ানের উদ্দেশ্যে ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘বেশি তর্ক করে লাভ নেই। চলো তোমাকে চা খাওয়াই শিখর।’ আসলে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে আটকে পড়ে যাওয়া প্রসঙ্গ তুলে শিখর ধাওয়ানের পোস্টে গিয়ে ভারতীয়দের খোঁচা দিয়েছিলেন তিনি।
আফ্রিদি চায়ের কাপ নিয়ে শিখরকে আসলে ঠাট্টা করেছেন
চায়ের কাপ হাতে ছবিটির মধ্য দিয়ে অভিনন্দন বর্তমানকে কটাক্ষ করছিলেন আফ্রিদি। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বালাকোট বিমান হামলায় অংশ নিয়েছিলেন অভিনন্দন। সেই লড়াইয়ের সময়ে তিনি একটি পাকিস্তানি F-16 বিমান গুলি করে ভূপাতিত করেন, কিন্তু সেই সময় তাঁর যুদ্ধবিমানটিও দুর্ঘটনার কবলে পড়ে। অভিনন্দন প্যারাসুটে করে পাক-অধিকৃত কাশ্মীরে অবতরণ করেছিলেন। তার পর পাকিস্তান তাকে আটক করে রেখেছিল।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল MI, IPL থেকেই ছিটকে গেল তাদের চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই
ভারত তখন পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে, সাহসী পাইলটকে নিরাপদে ছেড়ে না দিলে পাকিস্তানকে আফসোস করতে হবে। ভারতের কঠোর অবস্থানের কারণে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাড়াহুড়ো করে সংসদে ঘোষণা করেন যে, অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে। যখন সাহসী পাইলট পাকিস্তানের হেফাজতে ছিলেন, তখন এক কাপ চা হাতে তাঁর একটি ছবি তোলা হয়েছিল। শহিদ আফ্রিদি তাঁর চায়ের কাপ দিয়ে সেই দিকেই ইশারা করছিলেন।
শিখর ধাওয়ানের প্যারোডি অ্যাকাউন্টে আফ্রিদিকে তাঁর আসল ‘জায়গা’ দেখানো হয়েছে
এই পোস্টের জবাবে, ধাওয়ানের প্যারোডি অ্যাকাউন্টে পাক সমর্থকদের হাতে আফ্রিদির মার খাওয়ার একটি পুরনো ভিডিয়ো পোস্ট করা হয়েছে এবং লেখা হয়েছে, ‘তুমি আমাকে কী চা দেবে? তোমার নিজের লোকেরাও তোমাকে চা পান করতে দেয় না।’
ভিডিয়োটি কবে কার?
আফ্রিদিকে মারার এই ভিডিয়োটি ২০১২ সালের। সেই বছর ২৩ মার্চ তিনি ঢাকা থেকে করাচিতে ফিরেছিলেন এবং সেই সময়ে বিমানবন্দরে একজন ভক্তের সঙ্গে তাঁর ঝগড়া হয়। বদমেজাজি আফ্রিদি যখন সেই ভক্তের গায়ে হাত তোলেন, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তার পর সেখানে উপস্থিত লোকেরা তাঁকে ধাওয়া করে মারধর করেন। একের পর এক চড়-থাপ্পর খেয়েছিলেন আফ্রিদি। সঙ্গে তাঁকে ধাক্কাও দেওয়া হয়। কোনও ভাবে আফ্রিদি ক্ষুব্ধ জনতার হাত থেকে পালাতে সক্ষম হয়েছিলেন।