Saurashtra vs Tamil Nadu Ranji Trophy 2024 Quarter Final: দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার প্রতিরোধ সত্ত্বেও ধসে পড়ে সৌরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ।
উচ্ছ্বসিত সাই কিশোর। ছবি- পিটিআই।
ব্যর্থ হল চেতেশ্বর পূজারার একক লড়াই। দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মাশুল দিয়ে তামিলনাড়ুর কাছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হেরে বসল সৌরাষ্ট্র। সাই কিশোরের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে সেমিফাইনালের টিকিট হাতে পেল তামিলনাড়ু।
কোয়েম্বাটোরে রঞ্জির শেষ আটের লড়াইয়ে সৌরাষ্ট্রকে এক ইনিংস ও ৩৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে তামিলনাড়ু। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৮৩ রানে। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৫ বলে ৮৩ রান করেন হার্ভিক দেশাই। প্রেরক মানকড় ৩৫, অর্পিত বাসবদা ২৫ ও শেল্ডন জ্যাকসন ২২ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। চেতেশ্বর পূজারা মাত্র ২ রান করে আউট হন।
প্রথম ইনিংসে তামিলনাড়ুর সাই কিশোর ৬৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৩টি উইকেট নেন অজিত রাম। ২টি উইকেট পকেটে পোরেন সন্দীপ ওয়ারিয়র।
পালটা ব্যাট করতে নেমে তামিলনাড়ু তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৮ রানে। বাবা ইন্দ্রজিৎ দলের হয়ে সব থেকে বেশি ৮০ রান করেন। ১৩৯ বলের অনবদ্য ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ভূপতি কুমার ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩৪ বলে ৬৫ রান করে আউট হন। ক্যাপ্টেন সাই কিশোর ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ৬০ রান করে মাঠ ছাড়েন।
সৌরাষ্ট্রের চিরাগ জানি ২২ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পার্থ ভাট, জয়দেব উনাদকাট ও ধর্মেন্দ্রসিং জাদেজা। ১টি উইকেট নেন যুবরাজসিং দদিয়া।
প্রথম ইনিংসের নিরিখে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১২২ রানে। চেতেশ্বর পূজারা হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ৪৬ রান করে আউট হন। পূজারার এবারের রঞ্জি অভিযান শেষ করেন ৮ ম্যাচে ৮২৯ রান সংগ্রহ করে।