IPL 2025-এ রাজস্থান রয়্যালসের টানা ব্যাটিংয়ের ক্ষেত্রে চোক করা দেখে আর চুপ থাকতে পারলেন না দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। এমনিতে তিনি স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত ভারতীয় ক্রিকেটে। এতদিন তিনি রাজস্থানের খারাপ পারফরমেন্সের পরেও চুপই ছিলেন। কিন্তু দলের বারবার রান তাড়া করার ক্ষেত্রে অক্ষমতার পর তাঁকে নিয়েও প্রশ্ন উঠে গেছে। ক্রিকেটারদের মধ্যে তিনি কি সঠিক ইতিবাচক মানসিকতা এনে দিচ্ছে পারছেন না? এবার দায় এড়িয়ে ক্রিকেটারদেরই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন দ্রাবিড়ের ডেপুটি। যদিও হেতমায়েরদের খারাপ সময়ও তাঁদের পাশে দাঁড়ানোরও চেষ্টা করলেন তিনি।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হেরে যায় রাজস্থান রয়্যালস। গতবার নাইটদের বিরুদ্ধে একা হাতেই রাজস্থানকে জিতিয়ে দিয়েছিলেন জোস বাটলার, অথচ তাঁকেই ছেড়ে দেয় রয়্যালস টিম ম্যানেজমেন্ট। এখন বাটলার নতুন ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে ফুল ফোটাচ্ছেন, আর রাজস্থানের রিটেন হওয়া ব্যাটাররা একের পর এক ম্যাচে চোক করছেন।
KKR-র বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া, ক্ষুব্ধ RR-র ব্যাটিং কোচ
এই নিয়ে চারটি ম্যাচে রাজস্থান রয়্যালস দল এমন পরিস্থিতি থেকে ম্যাচ হারল, যেখানে দেখে মনে হচ্ছিল তাঁরাই ম্যাচ জিতবে। অর্থাৎ ফিনিশিংয়ের ক্ষেত্রে যে ক্রিকেটারদের মধ্যে টেম্পারমেন্টের অভাব রয়েছে, সেকথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। যা দেখে বিক্রম রাঠোর বললেন, ‘আমি যদি খুব ভুল না হই তাহলে এই নিয়ে চারটি ম্যাচ আমরা হারলাম, যেগুলো আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আমরা ফিনিশ করতে পারলাম না, এরকমই গোটা মরশুমটা গেছে আমাদের ’।
রিয়ান-যশস্বীরা যথেষ্ট অভিজ্ঞ
এক্ষেত্রে কি দলে অভিজ্ঞতার অভাব রয়েছে? এই প্রশ্নে অবশ্য নিজেকে সামলে নিয়ে বিক্রম বললেন, ‘আমি মনে করি না অভিজ্ঞতার অভাব রয়েছে। কারণ রিয়ান পরাগ, সঞ্জু, জুরেল, নীতীশ রানা, যশস্বী জসওয়ালরা অনেক দিন ধরেই ক্রিকেট খেলছে, তাই তাঁদের কোনওভাবেই অনভিজ্ঞ বলা যাবে না ’।
চোটাঘাতকেও দায়ী করলেন বিক্রম
ব্যাটারদের ওপর দায় চাপানোর পাশাপাশি চোটাঘাতকেও কারণ হিসেবে দায়ী করছেন রাজস্থানের ব্যাটিং কোচ। তাঁর কথায়, ‘আমার মনে হয় চোটাঘাত সমস্যা খুবই ভোগাল। আমরা সঞ্জুকে পাচ্ছি না, সন্দীহ শর্মার বোলিংও ব্যবহার করতে পারলাম না চোটের জন্য। আমাদের দলের ব্যাটাররা কিন্তু অনেক সময় রান পেয়েছে, ওরা ফর্মেই রয়েছে। নেটেও ভালো অনুশীলন করছে, কিন্তু দলগতভাবে বিষয়টা ঠিক হয়ে উঠছে না। বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের কিছু ভালো স্পেল হয়েছে। কিন্তু দল হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি’।
ফিল্ডিং ভালো হয়নি Rajasthan Royals-র
এবারের আইপিএলে ফিল্ডিংও একদম ভালো হয়নি রাজস্থানের, যদিও বিক্রম রাঠৌরের আশা, শেষ কয়েকটা ম্যাচে দল জ্বলে উঠবে। তিনি বলছেন, ‘আমাদের দলের জন্য এবারে ফিল্ডিংটাও চিন্তার একটা কারণ ছিল। এই মরশুমে অনেক কিছুই আমাদের বিরুদ্ধে গেছে। অনেক বিষয়ে শুধরে নিতে হবে। এত বড় লিগ খেললে ক্রিকেটাররা এমনিতেই মোটিভেটেড থাকে। প্রত্যেক খেলাতেই নিজেদের দক্ষতা মেলে ধরার সুযোগ থাকে , কারণ বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে খেলতে হচ্ছে। তাই সবাই উদ্বুদ্ধ নিজেদের সেরাটা দেওয়ার জন্য ’।