প্রায় চার বছর এবং প্রায় ১৬০০দিন পর ফের একবার ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নামতে চলেছেন পেসার জোফ্রা আর্চার। ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে ক্রিকেটবিশ্বে বেশ ভালোই চর্চা শুরু হয়েছে। ভারতীয় ব্যাটারদের জন্য় বিপদ তৈরি হতে পারে লর্ডসের পিচে, এমন কথাও শোনা যাচ্ছে। কারণ আর্চারের পারফরমেন্স ভারতের বিপক্ষে যথেষ্ট ভালো, তবে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক ঋষভ পন্ত কিন্তু কিঞ্চিত বিচলিত নন আর্চারের কামব্যাকে। বরং তাঁকে তিনি স্বাগতই জানাচ্ছেন।
পন্ত বলছেন, ‘ব্যক্তিগতভাবে আমি যখনই মাঠে নামি আমি আমার ক্রিকেটকে উপভোগ করি, আর আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাই বিষয়টা কোনও ব্যক্তিকে নিয়ে নয়। তবে হ্যা ভালোই লড়াই হবে। কারণ আর্চারও অনেক দিন পর ফের টেস্টে কামব্যাক করছে। তবে আমি খুশি ও কামব্য়াক করায়। ’।
ঋষভ পন্ত এখনও পর্যন্ত এই সিরিজে করেছেন ৩৪২ রান। ব্যাটিং গড় ৮৫.৫০, এর মধ্যে রয়েছে ২টি শতরানও। আছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি হাফ সেঞ্চুরিও। ২০২১ সালে আর্চার ভারতের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন। এই ফরম্যাটে দুবার গিলকে আউট করেছেন আর্চার। তাই লড়াই বেশ ভালোই হবে, তা বলাই যায়।
পন্ত অবশ্য ডিউক বল নিয়ে খুব একটা খুশি নন। তিনি একাই নন, এর আগে এই বল নিয়ে ভারতীয় দলের অন্দরেও অনেকে অসন্তোষ দেখিয়েছেন। সাংবাদিক সম্মলনে পন্তকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যে গজ দিলে বল মাপা হয়, সেটা ডিউক বল হোক বা কুকাবুরা বল, একই থাকা উচিত। তবে হ্যা, যদি একটু ছোট হত, তাহলে আরও খুশি হতাম। এই বলটা এখন খুব সমস্যা তৈরি করছে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হল, খুব তাড়াতাড়ি বলের আকার নষ্ট হয়ে যাচ্ছে। এটা এর আগে আমার সঙ্গে কখনও হয়নি। এবার বিষয়টা ক্রিকেটারদের জন্য খুবই বিরক্তিকর, কারণ বারবার বল যেন বদলে যাচ্ছে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। এবার বল যদি নরম হয়ে যায়, তখন আর সেই বল থেকে বোলাররা তেমন সুুবিধা পায় না ’।