দ্বিতীয় টেস্টে ভারতীয় দলরে নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে এসেছিল ঋষভ পন্তের কাছে। কিছুক্ষণের জন্য শুভমন গিল মাঠে ছিলেন না। তখন টিম ইন্ডিয়ার নেতৃত্বভার ছিল পন্তের হাতেই। আর সেই সময়ই ঋষভ কিন্তু উইকেটের পিছন থেকেই ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিলেন। দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুর দিকে পন্ত ক্যাপ্টেন্সি করছিলেন। এরপর তৃতীয় দিনেও নিজের নেতৃত্বদানের ঝলক দেখালেন তিনি।
ভারতীয় দলের সহ অধিনায়ক পন্ত, কিছুক্ষণের জন্য টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলান। তখন গিল মাঠে ছিলেন না। সিরাজ এবং আকাশদীপ নতুন বলে ভালোই বোলিং করছিলেন। সেই সময় সিরাজের একটি বল ভিতরে ঢুকে ব্রাইডন কার্সের পায়ে লাগে। সিরাজ আপিল করলেও আম্পায়ার আউট দেননি। এরপরই সিরাজকে দেখে মনে হচ্ছিল তিনি নিশ্চিত যে বল প্যাডে আগে লেগেছে, কিন্তু তিনি অনেক সময়ই ভুল রিভিউ নেন। তাই তাঁকে উচ্ছাস দেখে বোঝা যায় না, কোনটা সঠিক আউট, আর কোনটা ভুল আপিল।
যদিও উইকেটের পিছন থেকে মহেন্দ্র সিং ধোনি যা করতেন, সেটাই করে দেখালেন ঋষভ পন্ত। তিনি নিশ্চিত ছিলেন আগে প্যাডে বল লেগেছে, তাই তিনি রিভিউ নেন। এরপর বল ট্র্যাকিংয়ের সময় শুভমন গিলও দলের সঙ্গে যোগ দেন। এরপর রিভিউতে দেখা যায় যে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল এবং এটি আউট ছিল, যা লেগ স্টাম্পে লাগছিল। এরপর আম্পায়ার সৈকত ব্রাইডনকে আউট দেন, সিরাজও উচ্ছাস প্রকাশ করেন। গিল তাঁকে জড়িয়ে ধরেন। যা দেখএ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন কমেন্ট্রি বক্সে বলছিলেন, ‘ঋষভ পন্ত কিন্তু রিভিউটা নিয়েছিল। গিল এরপর এসেছে, আর সিরাজকে জড়িয়ে ধরেছে ডিআরএস নেওয়ার জন্য। খুবই ভালো রিভিউ নিয়েছে ভারত ’।