চতুর্থ টেস্টে এমনিতেই ভারতীয় দল খুব একটা বড় স্কোর করতে পারেনি। আশা করা হয়েছিল, হয়ত জসপ্রীত বুমরাহ সমন্বিত পেস অ্যাটাক চাপে রাখবে ইংরজেদের। কিন্তু কোথায় কি? দ্বিতীয় দিনে বুমরাহ, সিরাজরা যে হারে রান দিয়েছেন তা দেখে বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সরাসরি বুমরাহ, কম্বোজ, সিরাজদের সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। গম্ভীর, মর্কেলদের উচিত বোলারদের একটু বকা দেওয়া, মনে করছেন শাস্ত্রী।
টিম ইন্ডিয়া ৩৫৮ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে প্রথম ১৪ ওভারেই ইংল্যান্ডের দুই ওপেনার তুলে নেয় ৭৭ রান। ১৫০ রানের মধ্যেও প্রথম উইকেটের দেখা পায়নি ভারতীয় দল। এই উইকেটে বোলারদের সুবিধা পাওয়ার কথা থাকলেও, তেমন কিছুই দেখা যায়নি। বরং ভারতীয় বোলারদের লাইন লেন্থ নিয়ে প্রশ্ন উঠেছে। যা দেখেই বিরক্ত শাস্ত্রী। তিনি রেগে গিয়েই বলেন, ‘একদমই ধারাবাহিক বোলিং করতে পারছে না ভারত। ওরা এই সেশনে নিজেদের বোলিং দেখলে বুঝতে পারবে, কি খারার বোলিং করেছে ওরা যার ফলে এত চচার খেয়েছে। ’।
এরপর বাকি ধারাভাষ্যকাররা শাস্ত্রীকে প্রশ্ন করেন, তিনি যদি কোচ থাকতেন তাহলেও কি এভাবেই সমালোচনা করতে বোলারদের? শাস্ত্রী এক ধাপ এগিয়ে বলছেন, এর থেকে বেশিই করতেন। তাঁর কথায়, ‘আমি কোচ হলে এর থেকে বেশি খারাপ কথা বলতাম, কারণ ঘরোয়া ভাষায় বলতাম যেটা শুনতে ওদের আরও খারাপ লাগত। বোলিং কোচ আর কোচেরও কিছু কঠিন কথা বলা উচিত। ’