উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগে দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।জগদীপ ধনখড় অবশ্য ইস্তফার কারণ হিসেবে জানিয়েছেন শারীরিক অসুস্থতা। কিন্তু তা আদৌ ‘আসল’ কারণ কিনা তা নিয়ে চলছে জল্পনা। এই আবহে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া।তবে এই ক্ষেত্রে আর আগের ভুল করতে চাইছেন না বিরোধী দলের নেতারা। ইন্ডিয়া জোট চাইছে, ঐক্যমত্যের ভিত্তিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে।তাই কোনও রকম তাড়াহুড়োও করতে চাইছেন না ইন্ডিয়া জোটের নেতারা।
আরও পড়ুন-দক্ষিণ-পূর্ব এশিয়ায় রক্তক্ষয়ী সংঘাত! থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা
জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগ করার পরেই দেশে দ্রুত নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই চর্চা শুরু হয়েছে, কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে। এই আবহে বুধবার নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছে। এই নির্বাচন পরিচালিত হবে ১৯৫২ সালের ‘প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আইন’ এবং ১৯৭৪ সালের সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে।নির্বাচনের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।তারপর থেকেই এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরও। এই ক্ষেত্রে কোনও রকম তাড়াহুড়ো এবং আগের মতো ভুল করতে চাইছেন না বিরোধী দলের নেতারা।
আরও পড়ুন-দক্ষিণ-পূর্ব এশিয়ায় রক্তক্ষয়ী সংঘাত! থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা
সূত্রের খবর, বিরোধী দলগুলি চাইছে শাসক বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করুক। তারপরেই ঐক্যমত্যের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদে তাঁদের প্রার্থীর নাম ঠিক করবেন ইন্ডিয়া জোটের নেতারা।জানা গিয়েছে, বিরোধী দলের নেতারা চাইছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে উত্তেজনা থাকুক। এই জন্য ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দেবেন তাঁরা।বিরোধী দলগুলি এই নির্বাচনে জয়ী হোক বা পরাজিত, এর মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পাঠানো যাবে বলে মনে করছে তারা। সর্বসম্মত প্রার্থী ঠিক করতে শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। গত বুধবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন যে ইন্ডিয়া জোট আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।তিনি বলেন, 'আমরা ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে একটি বৈঠক করব এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কী করতে হবে সে বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেব।'উল্লেখ্য, লোকসভায় ইন্ডিয়া জোটের ২৩৪ জন এবং রাজ্যসভায় ৭৮ জন সাংসদ আছেন।