অ্যাডিলেড টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথাব্যথা হল তারা কোন একাদশ নিয়ে মাঠে নামবে রোহিত-গম্ভীরদের টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞরা বলছেন ভারতের কাছে একাধিক সেরা বিকল্প রয়েছে। যার মধ্যে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের জুটির বিকল্পের পাশাপাশি রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের একটি ওপেনিং জুটি রয়েছে। জয়সওয়ালকে সাধারণত প্রথম পছন্দ ধরলে, কে তাঁর সঙ্গে ওপরেন করতে নামবেন সেটাই এখন বড় প্রশ্ন। কেএল রাহুল এবং রোহিত শর্মার মধ্যে কে তার সঙ্গে ওপেন করবেন তা নিয়েই আলোচনা চলছে।
রোহিত শর্মার নাম রয়েছে পাঁচ নম্বরে
এর মাঝেই সামনে এল বড় খবর। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের টিম লিস্টে দেখা গেল অবাক করা বিষয়। এই তালিকায় রোহিত শর্মার নাম রয়েছে পাঁচ নম্বরে। ওপেনিং তো দূরের কথা তালিকার টপ অর্ডারেও নেই রোহিতের। সকলে প্রশ্ন করছেন তাহলে কি ওপেনারের স্লট ছেড়ে দিলেন রোহিত শর্মা?
আরও পড়ুন… WI vs BAN 2nd Test Day 1: উইন্ডিজের ক্যাচ মিস, সাদমানের পঞ্চাশ, বাংলাদেশের স্কোর ৬৯/২
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের লিস্ট দেখে সকলেই অবাক-
ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনে ৫০ ওভারের একটি ম্যাচ আয়োজন করা হচ্ছে। যেখানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ের মধ্যে যে টিম শিট সামনে এসেছে, তা দেখে অনেকেই অবাক হয়েছেন। এতে ওপেনার হিসেবে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালের নাম থাকলেও রোহিত শর্মার নাম অনেক তলায় রয়েছে। পার্থ টেস্ট ম্যাচে কেএল রাহুল ও যশস্বী একসঙ্গে জোরালো ব্যাটিং করেছিলেন। কেএল রাহুল একমাত্র ব্যাটসম্যান যিনি উভয় ইনিংসে রান করেছিলেন। এমন অবস্থায় প্রশ্ন ছিল রোহিত ফেরার পরও কি অ্যাডিলেডে ওপেনার হবেন কেএল রাহুল? এর উত্তর অনেকাংশে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন… Joe Root Record: ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড! টেস্টে আবার বড় নজির গড়লেন জো রুট
কী করবেন রোহিত শর্মা-
আসলে প্রস্তুতি ম্যাচের দলের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার নাম। পার্থে তিন নম্বরে খেলেছেন দেবদূত পাডিক্কাল এবং ৬ নম্বরে খেলা ধ্রুব জুরেল রয়েছেন সাত নম্বরে। কেএল এবং যশস্বী ওপেনার হিসেবে তালিকায় রয়েছেন, যেখানে শুভমন গিলের নাম রয়েছে তিন নম্বরে এবং বিরাট কোহলির নাম রয়েছে চার নম্বরে। এই তালিকার দিকে তাকালে দেখা যাবে, ওপেনার রোহিত শর্মা নন। তবে দ্বিতীয় ইনিংস এলেই জানা যাবে রোহিত শর্মা ওপেন করবেন নাকি মিডল অর্ডারে খেলবেন।