পাকিস্তান সফরের আগে জোর ধাক্কা বাংলাদেশ শিবিরে। দুর্বল আমিরশাহির কাছেও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হারতে হল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশকে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র করল আমিরশাহি।
গত শনিবার (১৭ মে) সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের শতরানে (৫৪ বলে ১০০) ভর করে বাংলাদেশ হারিয়ে দেয় আমিরশাহিকে। সেই ম্যাচে ১৯১ রান তুলেও একসময় হারের আতঙ্ক চেপে বসেছিল বাংলাদেশ শিবিরে। আমিরশাহি দলনায়ক মহম্মদ ওয়াসিম (৩৯ বলে ৫৪) পালটা লড়াই ফিরিয়ে দিয়েছিলেন। তবে মুস্তাফিজুর রহমানের আঁটোসাটো বোলিংয়ে (৪ ওভারে ১৭ রানে ২ উইকেট) ভর করে বাংলাদেশ শেষমেশ ২৭ রানে সিরিজের প্রথম ম্যাচ জেতে।
সোমবার (১৯ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে সম্ভবত আমিরশাহিকে হালকাভাবে নেয় বাংলাদেশ। গত ম্যাচের শতরানকারী পারভেজকে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামায়নি বাংলাদেশ। তারা আইপিএল খেলার জন্য স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকেও। যার ফল ভুগতে হয় লিটনদের। আমিরশাহি দলনায়ক মহম্মদ ওয়াসিম এবার কার্যত একার হাতে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান বাংলাদেশের কাছ থেকে।
সোমবার শারজায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান। তিনি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৯ রান করে আউট হন।
ক্যাপ্টেন লিটন দাস করেন ৩২ বলে ৪০ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৯ বলে ২৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৫ রান করেন তৌহিদ হৃদয়। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৮ রান করেন জাকের আলি।
আমিরশাহির হয়ে ৪ ওভারে ৪৫ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন মহম্মদ জাওয়াদউল্লাহ। ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট নেন সাগির খান।
প্রথমবার আমিরশাহির কাছে হার বাংলাদেশের
পালটা ব্যাট করতে নেমে আমিরশাহি ম্যাচের একেবারে শেষ ওভারে জয় নিশ্চিত করে। তারা ১৯.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলে ম্যাচ জিতে যায়। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল আমিরশাহির। তানজিম হাসান আমিরশাহির টেল-এন্ডারদের বেঁধে রাখতে পারেননি। সুতরাং, ১ বল বাকি থাকতে ২ উইকেটের রুদ্ধেশ্বাস ম্যাচ জেতে আমিরশাহি। শুধু টি-২০ ক্রিকেটেই নয়, বরং যে কোনও ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম আমিরশাহির কাছে হারের মুখ দেখে বাংলাদেশ।
আমিরশাহির ক্যাপ্টেন তথা ওপেনার মহম্মদ ওয়াসিম ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮২ রানের মারকাটারি ইনিংস খেলেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৮ রান করেন অপর ওপেনার মহম্মদ জোহেব।