প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং একটি বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েছেন। যেখানে তিনি এম এস ধোনির তুলনায় অন্য ভারতীয় ক্রিকেটারদের ফ্যানবেস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে বিরাট কোহলিকে কটাক্ষ করেছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
শনিবার, আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের সময় হরভজন সিং এমন একটি মন্তব্য করেন যার পরে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। আসলে ৪৪ বছর বয়সি হরভজন সিং স্টার স্পোর্টসে ধোনি ও তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন, যেখানে একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছিল, ধোনি হয়তো আরও এক মরশুম খেলতে পারেন।
হরভজন সিং বলেন, ‘সে (ধোনি) যতদিন খুশি ততদিন খেলুক। যদি সে আমার দলে থাকত, আমি ভিন্ন সিদ্ধান্ত নিতাম। ফ্যানরা চায় সে খেলুক। আমার মনে হয়, তার একটা বাস্তব ফ্যানবেস আছে; বাকিরা শুধু সোশ্যাল মিডিয়ার ফ্যান, যাদের অনেক ক্ষেত্রেই টাকা দিয়ে তৈরি করা হয়। তাদের বাদ দিন, কারণ সেটা নিয়ে আলোচনা শুরু করলে আলাদা দিকে চলে যাবে।’
আরও পড়ুন … কোহলিকে ‘ভারত রত্ন’ দেওয়া হোক, বিরাটের জন্য বিশেষ ম্যাচ আয়োজন করা হোক: BCCI-কে সুরেশ রায়নার পরামর্শ
পাশেই উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, যিনি মন্তব্যটি শুনে হেসে ফেলেন এবং বলেন, ‘এতটা সত্য বলা ঠিক হয়নি (ইতনা সাচ নেহি বলনা থা)।’ হরভজনও সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘কারও তো বলতে হত।’
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে গ্রহণ করা হয়নি। অনেকেই মনে করেন, এটি বিরাট কোহলিকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছে।
আরও পড়ুন … ভারত গর্বিত ও আনন্দিত… নীরজ চোপড়ার ঐতিহাসিক থ্রোয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা
কোহলির প্রতি বেঙ্গালুরুর দর্শকদের ভালোবাসা
বিরাট কোহলি, যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, সেই খবরে বেঙ্গালুরুর দর্শকরা আবেগঘন এক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেন। এম চিন্নাস্বামী স্টেডিয়াম দর্শকদের শুভ্র সমুদ্রে পরিণত হয়, যেখানে সকলেই কোহলির ১৮ নম্বর ভারতীয় টেস্ট জার্সি পরে মাঠে উপস্থিত হন।
তবে তাদের মন ভেঙে যায়, কারণ বৃষ্টির কারণে ম্যাচটি এক বলও না খেলে পরিত্যক্ত হয়ে যায়। এই পরিত্যক্ত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১ পয়েন্ট পায় এবং তারা আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। তবে এখনও তাদের প্লে-অফে জায়গা নিশ্চিত হয়নি। বাকি দুই ম্যাচ থেকে অন্তত একটি জিততেই হবে তাদের। অন্যদিকে, ষষ্ঠ স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।