শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনবদ্য নজির গড়ে ফেললেন জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে ৫০টি আইপিএল উইকেট নিয়ে ফেললেন বুমরাহ। তাঁর ওয়াংখেড়েতে সংগ্রহ এখন ৫১টি উইকেট। দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন ভারতের তারকা পেসার। এই ভেন্য়ুতে লসিথ মালিঙ্গাই সবচেয়ে বেশি উইকেট রয়েছে। তিনি রেকর্ড ৬৯টি আইপিএল উইকেট নিয়েছেন ওয়াংখেড়েতে। হরভজন সিংয়ের ৪৯টি আইপিএল উইকেট রয়েছে ওয়াংখেড়েতে।
এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আগুনে মেজাজে শুরুটা করেছিলেন নুয়ান থুসারা। সমাপ্তি টানলেন বুমরাহ। মিডল অর্ডারে নাইটদের আবার ঝাঁকুনি দিলেন হার্দিক পান্ডিয়াও। মুম্বই বোলারদের দাপটে কলকাতার ব্য়াটিং লাইনআপ এদিন কেঁপে গেল।
আরও পড়ুন: CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা
একমাত্র বেঙ্কটেশ আইয়ার এবং ইমপ্যাক্ট প্লেয়ার মণিশ পাণ্ডে ছাড়া কেকেআর-এর কেউই এদিন দাগ কাটতে পারলেন না। ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নাইট রাইডার্স প্রথম ওভারেই ফিল সল্টকে হারিয়ে চাপে পড়ে যায়। তৃতীয় ওভারে ৬ বলে ১৩ করে ফেরেন আংকৃষ রঘুবংশী। এই ওভারেই থুসারার পরবর্তী শিকার হন কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি মাত্র ৪ বলে ৬ রান করেন। থুসারার দাপটে তিন ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স।
এর পর পঞ্চম ওভারে সুনীল নারিনেরও উইকেট হারায় তারা। ৮ বলে ৮ করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন নারিন। শুরুতে কোনও জুটিই গড়ে তুলতে পারেনি কেকেআর। এর পর রিঙ্কু সিং-ও ইনিংসের সপ্তম ওভারে ৮ বলে মাত্র ৯ করে পিযূষ চাওলার বলে আউট হন। তবে ষষ্ঠ উইকেটে মণিশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে কেকেআর-এর হাল ধরার চেষ্টা করেন বেঙ্কটেশ আইয়ার। এই জুটি স্কোরবোর্ডে ৮৩ রান যোগ করে। তবে মণিশ ২টি করে চার এবং ছক্কার হাত ধরে ৩১ বলে ৪২ করে হার্দিকের বলে আউট হয়ে যান। কিন্তু হাল ধরে থাকেন বেঙ্কি।
আরও পড়ুন: কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক