
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এখনও পর্যন্ত ২০২৪ আইপিএলে সুনীল নারিন বেশ ভালো ছন্দে রয়েছেন।ইতিমধ্যে তিনি একটি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি করে ফেলেছেন। ৯ ম্যাচে করেছেন মোট ৩৭২ রান। আর ৯ উইকেট তুলে নিয়েছেন। অলরাউন্ডার হিসেবে দুরন্ত ছন্দে রয়েছেন নারিন। আইপিএলে এক দশকেরও বেশি সময় ধরে কেকেআর এবং দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানের নয়নের মণি হয়ে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। তিনি তারকা অলরাউন্ডারকে নিয়ে এবার আইপিএলে তো রীতিমতো উচ্ছ্বসিত। নারিনকে ‘সুপারম্যান’ বলে অভিহিত করেছেন। এবং দাবি করেছেন, দলের সাফল্যের পিছনে নারিন আসল চালিকা শক্তি।
গৌতম গম্ভীর মেন্টর হিসেবে দলে কেকেআর-এ যোগ দেওয়ার পরেই নারিনকে ওপেনার হিসেবে তুলে এনেছেন। এর পরেই ব্যাট হাতে দুরন্ত সাফল্য পাচ্ছেন নারিন। স্বভাবতই তাঁর আত্মবিশ্বাস বাড়ায়, বল হাতেও আসছে সাফল্য। নিঃসন্দেহে নারিনের পারফরম্যান্স এবার কেকেআর-এর সাফল্যের অন্যতম কারণ। কেকেআর বর্তমানে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক
স্টার স্পোর্টসের একটি শো-তে শাহরুখ বলেছেন, ‘আমাদের বাড়িতে আমরা ওকে সুপারম্যান, দেবতার অংশ বলে ডাকি। ও মাঠের বস- একজন খেলোয়াড়, একজন বোলার, একজন ব্যাটসম্যান, একজন উইকেটরক্ষক, একজন ফিল্ডার। ও একজন এমন খেলোয়াড় যে সবটা করতে পারে।’ কলকাতা নাইট রাইডার্সকে ২০১২ এবং ২০১৪ সালে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারিন। এবারও কি তাঁর হাত ধরে শিরোপা আসবে কলকাতায়?
আরও পড়ুন: তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের- ভিডিয়ো
বিদেশি স্পিনারদের মধ্যে সুনীল নারিনই এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী। ২০১২ এবং ২০১৪ সংস্করণে যথাক্রমে ২১ এবং ২৪ উইকেট নিয়েছিলেন, যা কেকেআর-কে আইপিএল ট্রফি জেতাতে সাহায্য করেছিল। ‘ও খুব উৎসাহী এবং দুরন্ত প্লেয়ার। আমরা খুব ভাগ্যবান যে আমাদের দলে যে সমস্ত ভারতীয় বা বিদেশি খেলোয়াড় আছে, তাদের দলের প্রতি গভীর অনুভূতি রয়েছে... যেমন সুনীল।’
শুধু সুনীল নারিনই নন, বলিউডের বাদশাহ আন্দ্রে রাসেলেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন যে, নারিন এবং রাসেলকে ছাড়া কেকেআর-কে কল্পনা করা যায় না। শাহরুখ বলেছেন, ‘এই ছেলেদের ছাড়া কেকেআর কল্পনা করা যায় না। যখন ওরা আহত হয়, তখন ওদের ছাড়া আমরা কী ভাবে দল পরিচালনা করব, তা ভাবতে ভয়ঙ্কর লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা এত বছর ধরে আমাদের সঙ্গে আছে, এবং আমি মনে করি ওরা যেভাবে দলকে সমর্থন করে, তাতে ওরা এখন আমাদের পরিবারের অংশের মতো।’
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি, তার পরেই হাঁকালেন বিশাল ছক্কা- ভিডিয়ো
হেয়ারস্টাইলের ক্ষেত্রে রাসেল সকলকে ছাপিয়ে যান। এবং শাহরুখ বলেছেন, তারকা ক্রিকেটার একজন ‘ফ্যাশনিস্ট’ও বটে। আইপিএল খেলতে এসে তিনি মোহাককে জনপ্রিয় করে তুলেছিলেন। এর প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। এই অভিনব হেয়ার স্টাইলটি প্রথম বার রাসেলের দ্বারা জনপ্রিয় হয়। এবং তার পর এক দশকেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে।
শাহরুখ বলেছেন, ‘রাসেল একজন বিস্ময়কর ব্যক্তি এবং একজন দুর্দান্ত ক্রিকেটারও। ও আমাদের ইউনিভার্স বস, মিস্টার গেইলের মতো বড় ক্রিকেটারের কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি ও খুবই ফ্যাশন-সচেতন। ও পছন্দ করে ভাল পোশাক, ওর চুলের স্টাইল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কাছে দুই রঙের জুতা আছে? ও বলল না, কিন্তু ওর ডিজাইনার স্পাইক আছে। তাই আমি বললাম, এগুলো কি ডিজাইনার স্পাইক? বাহ! আমি ওর ফ্যাশন-সচেতনতা পছন্দ করি।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports