আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দলে সঞ্জু স্যামসনকে বাদ দেওযার জন্য বিসিসিআই-কে একহাত নিচ্ছেন অনেকেই। আসলে সঞ্জুকে একদিনের দল থেকে বাদ দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতিবীদ ও ক্রিকেট ভক্ত সকলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করছেন। এটি উল্লেখযোগ্য যে বিসিসিআই ১৮ জুলাই বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে এবং অনেক অবাক করা নির্বাচন করেছে। ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৭ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর ২ অগস্ট থেকে তিনটি ওডিআই ম্যাচ হবে।
কী লিখলেন মনোজ তিওয়ারি?
মনোজ তিওয়ারি লিখলেন, ‘ঋষভ পন্তের বিরুদ্ধে আমার কিছুই নেই, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি করার পর সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এই সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাসকে মারাত্মকভাবে ভেঙে দিতে পারে এবং তাঁকে হতাশ করতে পারে। এটা অবিশ্বাস্যভাবে লজ্জাজনক এবং নির্বাচক কমিটি আমাদের এই বেপরোয়া পছন্দের জন্য একটি ব্যাখ্যা দিন।’ তিনি আরও লেখেন, ‘যদিও ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত এবং টেস্ট স্কোয়াডে তাঁর প্রথম পছন্দ হওয়া উচিত, সাদা বলের ফর্ম্যাটে (T20/ODI) তাঁর পারফরম্যান্স সর্বোত্তমভাবে মাঝারি।’
কী লিখলেন শশী থারুর?
সঞ্জুর বাদ যাওয়া নিয়ে শশী থারুর লিখেছেন, ‘এই মাসের শেষে ভারতের শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচন আকর্ষণীয় হয়েছে। সঞ্জু স্যামসন, যিনি তার শেষ ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন, তাঁকে ওডিআইয়ের জন্য নির্বাচিত করা হয়নি, অন্যদিকে অভিষেক শর্মা, যিনি #INDvZIM সিরিজে একটি T20I সেঞ্চুরি করেছেন, কোন ফর্ম্যাটেই নির্বাচিত হননি। ভারতীয় দলের সাফল্য নির্বাচকদের কাছে এত কম গুরুত্বপূর্ণ হয়েছে এমন ঘটনা বিরল! ব্যস, দলের জন্য শুভকামনা।’