নিজের ইচ্ছায় হোক বা বোর্ডের চাপে, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার বিরাট কোহলিও বোর্ডকে টেস্ট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন বলে খবর। বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড গড়া চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচকদের কাছে।
ইংল্যান্ড সফরের ৫ ম্যাচে টেস্ট সিরিজে শুধু ওপেনার হিসেবেই নয়, বরং ক্যাপ্টেন হিসেবেও রোহিতের বদলি খুঁজে নিতে হবে অজিত আগরকরদের। ওপেনার হিসেবে যশস্বী জসওয়ালই সম্ভবত রোহিতের জায়গা নিতে পারেন। ব্যাকআপ হিসেবে বাংলার অভিমন্যু ঈশ্বরনের দিকেও নজর থাকবে জাতীয় নির্বাচকদের।
রোহিত না থাকায় জসপ্রীত বুমরাহই যে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জোরালো দাবিদার, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। শুভমন গিলের কাঁধে উঠতে পারে ভাইস ক্যাপ্টেন্সির দায়ভার।
গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল যে স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছিল, সেই স্কোয়াডে একাধিক রদবদল চোখে পড়তে পারে ইংল্যান্ড সিরিজে। দীর্ঘ ৮ বছর পরে জাতীয় দলে ফিরতে পারেন করুণ নায়ার। তিনি শেষবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৭ সালে। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ছিলেন না মহম্মদ শামি। তিনি ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে ফিরতে পারেন।
বিরাট কোহলি শেষমেশ অবসর না নিলে তাঁকে ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে দেখা যাবে অবধারিতভাবে। তবে বিরাট না থাকলে সরফরাজ খানকে স্কোয়াডের সঙ্গে রাখতে পারে ভারত। না হলে সরফরাজের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। এমনকি কোহলি না থাকলে শ্রেয়স আইয়ারের টেস্ট দলে কামব্যাকের সম্ভাবনাও বিস্তর।
ভারত যদি ২০ জনের বড়সড় স্কোয়াড নিয়ে ইংল্যান্ডে যায়, সেক্ষেত্রে সাই সুদর্শনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। পেসার অল-রাউন্ডার হিসেবে দলে ফিরতে পারেন শার্দুল ঠাকুর। তাঁর সঙ্গে স্কোয়াডে থাকতে পারেন নীতীশ রেড্ডি। স্পিনার অল-রাউন্ডার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ড সফরের সম্ভাব্য ভারতীয় স্কোয়াড
জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি/সরফরাজ খান/শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, করুণ নায়ার, যশস্বী জসওয়াল, সাই সুদর্শন, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা ও হর্ষিত রানা।
সম্ভাব্য রিজার্ভ- অভিমন্যু ঈশ্বরন, তনুষ কোটিয়ান, অভিষেক পোড়েল (উইকেটকিপার)।