লর্ডস টেস্টের পঞ্চম দিনে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। পঞ্চম দিনে একাই স্টোকস করেন ২০ ওভার বোলিং। ভারতীয় ব্যাটাররা যখনই এসেছেন উইকেটে, একবার করে পরীক্ষা নিতে এগিয়ে গেছেন স্টোকস। শেষ পর্যন্ত তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিল নিজের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে। সেই সুবাদে ইংল্যান্ডও সিরিজে ২-১ ফলে এগিয়ে যায়। লর্ডস টেস্টে স্টোকস ব্যাট হাতেও দুই ইনিংসে করেন যথাক্রমে ৪৪ এবং ৩৩ রান।
এবার তাঁর দুটি স্পেলের কথা মনে করিয়েই শুভমন গিল এবং ভারতীয় দলের কোচ জসপ্রীত বুমরাহকে একহাত নিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি মনে করেন বুমরাহকে সঠিকভাবে ব্যবহারই করতে পারেনি টিম ইন্ডিয়া। টেস্টের এক নম্বর বোলার লর্ডসে ৪৩ ওভার বোলিং করেছিলেন, কিন্তু তাঁকে ঠিকভাবে ব্যবহার না করতে পারাতেই ভারতকে হারতে হয়েছে।
ইরফান পাঠান মনে করেন, ভারতীয় দলের উচিত ছিল স্রেফ জো রুটের জন্য বুমরাহকে না বসিয়ে রেখে তাঁকে টানা ব্যবহার করে ইংল্যন্ডকে অল্প রানেই বেঁধে ফেলা। অর্থাৎ বুমরাহকে দিয়ে একটু দীর্ঘ স্পেলের হয়েই সওয়াল করেছেন তিনি। প্রথম ইনিংসে বুমরাহ ফাইভ উইকেট হল নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বুমরাহ ১৬ ওভার বোলিং করে ২ উইকেট নেন।
পাঠান বলছেন, ‘বেন স্টোকস ম্যারাথন ৯.২ ওভার স্পেলের বোলিং করেছে পঞ্চম দিনের সকালে। কি অসাধারণ প্লেয়ার, বলও করে, ব্যাটও করে। আবার পন্তকে অসাধারণ রান আউটে সাজঘরেও ফিরিয়েছে। কিন্তু ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু কোনও কথা হয়না। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা তা নয়। বুমরাহ প্রথমে পাঁচ ওভার বোলিং করল এরপর জো রুটের ব্যাট করতে আসা পর্যন্ত অপেক্ষা করানো হল। যখন খেলায় কন্ট্রোল নেওয়া দরকার দ্বিতীয় ইনিংসে, তখন বুমরাহকে সঠিকভাবে ব্যবহার করা হল না। এটা খুবই দুঃখজনক। ওর ওয়ার্কলোডে যথেষ্ট নজর দেওয়া হয়েছে, কারণ ও তো এজবাস্টনে খেলেনি। একটা ম্যাচ খেলার সময় আর ওয়ার্কলোডের কথা বলা উচিত নয়। কারণ ম্যাচটা যে কোনওভাবেই জিততে হবে। ভারতীয় শিবিরের তাই আরও ভালো কাজ করা উচিত ছিল ’।
উদাহরণ হিসেবে জোফ্রা আর্চারের কথাও বলছেন পাঠান। যিনি চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে শেষ দিনেও দীর্ঘ স্পেল করেছেন। ঋষভ পন্ত এবং ওয়াসিংটন সুন্দরকে তিনি পঞ্চম দিনে আউট করেন ব্যাকফুটে ফেলে দিয়ে। দুর্দান্ত গতির ছবি দেখান আর্চার। পাঠান বলছেন, ‘আর্চার তো ৪ বছর পর টেস্ট খেলছিল, কিন্তু তাও ও থামেনি। ও টানা ৬ ওভার বোলিং করে সকালে, এরপর স্টোকস ওকে পরে আবার ফেরায় দীর্ঘ স্পেল করতে। বেন স্টোকস কিন্তু আর ওর ওয়ার্কলোডের কথা ভাবেনি। ও যদি ৯ ওভার টানা বোলিং করতে পারে, তাহলে তো আমাদের পেসাররা পিছিয়েই ছিল’।