এবার রাজ্যের আদিবাসী সাংসদকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর হুমকি দিলেন তৃণমূলে মুসলিম বিধায়ক। বুধবার ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মালদায় তৃণমূলের প্রতিবাদ মিছিল শেষে জনসভা থেকে এই হুমকি দেন জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। একই সঙ্গে বিজেপি জিন্দাবাদ বললে হাত কেটে নেওয়ার হুমকি দেন তিনি।
বুধবার বিকেলে মিছিল শেষে সভায় রহিম বক্সি বলেন, ‘বাঙালিদের ওপর যদি অত্যাচার বন্ধ না হয় এখানকার যে নেতা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী - স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বসেন আপনি কী করে গ্রামে ঢোকেন আমরা দেখে নেব। আমরাও গ্রামে আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দেব। এমপি সাহেব আপনি জেনে রাখেন, মাইকে বলছি। বাঙালি যদি এবার গুজরাত, বিহার, উত্তর প্রদেশে মার খায় মারের বদলা মার হবে। খুনের বদলা খুন হবে। এই সাবধানবাণীও থাকছে আজকের মঞ্চ দিয়ে।’
এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের একবার বিজেপি কর্মীদের হুমকি দেন তিনি। বলেন, ‘বিজেপিকে যারা সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখানে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন তাদের হাত নামিয়ে নেব।’
জবাবে উত্তর মালদার বিজেপি বিধায়ক খগেন মুর্মু বলেন, ‘উনি হিন্দু - মুসলমান করতে চাইছেন তো? আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখলে আদিবাসীরা ওনাকে ছেড়ে দেবে না কি? তৃণমূলের দিন ফুরিয়ে এসেছে ২০২৬এ তৃণমূলকে রাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আর মালদা জেলায় তৃণমূল একটা আসনও পাবে না।’