
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার ওয়াংখেড়েতে ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অবশেষে একটি উচ্চ-স্কোরিং থ্রিলারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয়ের খাতা খুলেছে। মরশুমের শুরুতে হারের হ্যাটট্রিকের পর, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত জয় আসায় স্বস্তি পেয়েছেন হার্দিক।
২৯ রানের এই জয়ে হার্দিক ৩৯ রানের অবদান রেখেছিলেন। কিন্তু তাঁর স্ট্রাইকরেট অত্যন্ত খারাপ। ১১৮.১৮ স্ট্রাইকরেটে রান করেন হার্দিক। যা নিয়ে নতুন করে তাঁর সমালোচনা শুরু হয়েছে। দিল্লির বিরুদ্ধে মুম্বই ৫ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর করলেও, হার্দিক বিপক্ষ দলের রান তাড়া করার সময়ে বল করেননি। যাইহোক হার্দিক বল না করলেও, দিল্লির ইনিংস ৮ উইকেটে ২০৫ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?
যাইহোক এই ম্যাচে জয়ের পরেও হার্দিকের নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে। ২০২৪ আইপিএল মরশুম শুরুর আগেই পাঁচ বার মুম্বইকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দলের দায়িত্ব দেওয়া হয়। যার পর থেকে বিতর্ক এবং সমালোচনার ঝড় বয়ে চলেছে। এমআই এবং রোহিতের ভক্তরা এই সিদ্ধান্ত কিছুতেই হজম করতে পারছেন না। যার জেরে হার্দিককে তারা না ভাবে আক্রমণ করে বসছে।
মুম্বই বনাম দিল্লির ম্যাচের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে একজন খুদে ভক্তের সাক্ষাৎকার নিয়েছেন এক সাংবাদিক। যে সাক্ষাৎকারটির ভিডিয়ো এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশেষজ্ঞদের মতোই সেই খুদে ভক্ত ম্যাচের বিশ্লেষণ করেছে। হার্দিকের পরিসংখ্যান ধরে ধরে তাঁর ভুলত্রুটির তীব্র সমালোচনা করেছে। তাঁর নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত বলেও দাবি করেছে সেই খুদে।
রোহিত ভক্ত শিশুটি বলেছে, ‘আমার মনে হয়, হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। যে অধিনায়ক আপনাকে পাঁচ বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন, তাঁর প্রতি কিছু তো আনুগত্য দেখান। হার্দিক খুব খারাপ নেতা।’
আরও পড়ুন: CSK-এর কাছে KKR হারায় 2024 IPL-এ এখন একমাত্র অপরাজিত দল RR, জমে উঠেছে পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই
সেই ছেলেটি ম্যাচের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, ‘শেষ ওভারে রোমারিও শেফার্ডের বড় হিট আমাদের বাঁচিয়ে দিয়েছে। আমাদের বোলাররাও খুব ভালো পারফরম্যান্স করেছে। এটা ভালো বিষয় যে, হার্দিক বল করেনি। তা নাহলে ম্যাচটি ১৪তম ওভারে শেষ হয়ে যেত।’ প্রসঙ্গত, রোমারিও শেফার্ড শেষ ওভারে দিল্লির এনরিখ নরকিয়াকে পিটিয়ে ৩২ রান নিয়েছিলেন। এবং নিজে ১০ বলে ৩৯ করে অপরাজিত ছিলেন।
প্রতিবেদক যখন শিশুটিকে জিজ্ঞেস করেছিলেন যে, হার্দিকের জন্য তার কোনও পরামর্শ আছে কিনা! যার চটপট জবাব দেয় বাচ্চ ছেলেটি। বলে, ‘স্ট্রাইক রেট বাড়াতে হবে। অধিনায়কত্বে নজর দিন এবং কয়েকটি উইকেট নিন, অনেক বেশি রান দেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports