শুভব্রত মুখার্জি:- রাজকোটে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল আপাতত ১-১। প্রথম টেস্টে বেন স্টোকসরা জেতে ২৮ রানে। দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে ১০৬ রানে জিতে কামব্যাক করেন রোহিতরা। ফলে তৃতীয় টেস্টের আলাদা গুরুত্ব রয়েছে। সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডার কয়েকজন ক্রিকেটারকে বাদ দিয়ে একেবারেই ফর্মে নেই। যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে। এমন আবহে বিশেষজ্ঞদের দাবি ছিল অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকে দলে নেওয়া হোক। ভারতের হয়ে ১০৩টি টেস্টও খেলেছেন তিনি। এরপরে ও পূজারাকে দলে নির্বাচন করেননি নির্বাচকরা। সেই তিনিই এদিন রাজকোটে শুরু করলেন অনুশীলন।
যে দিন সকালে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার অর্থাৎ টপ অর্ডার সমস্যায় পড়ল সে দিনেই পূজারা ওই রাজকোটেই অনুশীলন শুরু করাটা বেশ কাকাতলীয় তো বটেই। পূজারা নিজেকে প্রস্তুত করছেন রঞ্জি ট্রফি খেলার উদ্দেশ্যে। তাঁর লক্ষ্য সৌরাষ্ট্রের হয়ে খেলা। রঞ্জিতে সৌরাষ্ট্রের পরবর্তী ম্যাচ রয়েছে মনিপুরের বিরুদ্ধে। আর এই ম্যাচ খেলার আগেই নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন পূজারা। শুক্রবার থেকে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে শুরু হবে সৌরাষ্ট্র বনাম মনিপুরের রঞ্জি ট্রফি ম্যাচ। নিরঞ্জন শাহ স্টেডিয়ামের সি গ্রাউন্ডে খেলা হবে এই ম্যাচ। দীর্ঘদিন ভারতীয় টেস্ট দলের বাইরে রয়েছেন পূজারা। বর্তমানে রঞ্জি ট্রফি খেলছেন তিনি। রয়েছেন বেশ ভালো ফর্মে। ফলে অনেক বিশেষজ্ঞ আশা করেছিলেন বিরাট কোহলি এবং কেএল রাহুলের অনুপস্থিতিতে জাতীয় দলে এই সিরিজে ফিরবেন তিনি। যদিও বাস্তবে তা হয়নি। নির্বাচকরা এই সিরিজে তরুণ তুর্কিদের বেশি করে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। ফলে সরফরাজ খান, ধ্রুব জুরেলদের অভিষেক হয়েছে রাজকোট টেস্টে। বিশাখাপত্তনমে অভিষেক ঘটেছে রজত পতিদারের।