India's Test record at Lord's: ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। এই অবস্থায় তৃতীয় টেস্ট হতে চলেছে ঐতিহাসিক লর্ডস মাঠে, যেখানে এই ম্যাচের ফলাফল পুরো সিরিজের গতিপথ নির্ধারণ করতে পারে। প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পেলেও, দ্বিতীয় টেস্টে ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩৩৬ রানে ম্যাচ জিতে সমতা ফেরায়। শুভমন গিল ব্যাট হাতে জ্বলে ওঠেন, আর জসপ্রীত বুমরার পরিবর্তে দলে আসা আকাশ দীপও দারুণ ছাপ রাখেন।এই তৃতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে। লর্ডসে ভারতের সাম্প্রতিক তিন সফরের মধ্যে দুটি জয় এসেছে—একটি ২০১৪ সালে এমএস ধোনির অধিনায়কত্বে এবং আরেকটি ২০২১-২২ সালে বিরাট কোহলির নেতৃত্বে।লর্ডসে ভারতের পরিসংখ্যান:১৯টি টেস্ট: ৩টি জয়, ১২টি হার, ৪টি ড্রপ্রথম জয়: ১৯৮৬ভারত প্রথমবার লর্ডসে জেতে ১৯৮৬ সালের সফরে। সেই ম্যাচে ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গ্রাহাম গুচ করেন ১১৪ রান, ইংল্যান্ড তোলে ২৯৪। চেতন শর্মা নেন ৫ উইকেট (৫/৬৪)। দিলীপ বেঙ্গসরকারের অপরাজিত ১২৬ রান ভারতকে পৌঁছে দেয় ৩৪১-এ এবং ৪৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে কপিল দেব ৪/৫২ নিয়ে ইংল্যান্ডকে ৩৫/৩-এ নামিয়ে দেন। তারপর মানিন্দর সিং ৩/৯ নিয়ে নীচের দিকটা ভেঙে দেন। ইংল্যান্ড অলআউট হয় ১৮০ রানে। ভারত ১৩৪ রানের টার্গেট পেরিয়ে ১-০ এগিয়ে যায়।ইতিহাসের পুনরাবৃত্তি: ধোনির ভারত, ২০১৪এই শতকে ভারতের প্রথম লর্ডস জয় আসে ধোনির নেতৃত্বে। ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং নেয়। অজিঙ্ক রাহানের দুর্দান্ত ১০৩ রান ভারতকে নিয়ে যায় ২৯৫-এ। জবাবে গ্যারি ব্যালেন্সের ১১০ রানে ইংল্যান্ড তোলে ৩১৯। ভুবনেশ্বর কুমার ৬/৮২ পান। পরের ইনিংসে মুরলি বিজয়ের ৯৫, জাদেজার ৬৮ ও ভুবনেশ্বরের ৫২ রানে ভারত করে ৩৪২। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৯। ইশান্ত শর্মা ৭/৭৪ নিয়ে মধ্যক্রম ধ্বংস করেন। জো রুট ৬৬ ছাড়া কেউই ৪০-র বেশি করতে পারেননি। ইংল্যান্ড অলআউট হয় ২২৩ রানে, ভারত জয় পায় ৯৫ রানে।আবার লর্ডসে জয়: কোহলির ভারত, ২০২১বিরাট কোহলির নেতৃত্বে ভারত তৃতীয়বার লর্ডসে জেতে ২০২১-২২ সিরিজে। ইংল্যান্ড ফিল্ডিং নেয়। রোহিত শর্মা (৮৩) ও কেএল রাহুলের ১২৬ রানের উদ্বোধনী জুটি দারুণ শুরু দেয়। রাহুল ২৫০ বলে ১২৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ভারত তোলে ৩৬৪, জেমস অ্যান্ডারসন পান পাঁচ উইকেট।ইংল্যান্ডের জো রুট ১৮০* রানে অপরাজিত থাকেন, দল তোলে ৩৯১ ও ২৭ রানের লিড নেয়। এরপর ভারতের টপ অর্ডার ভেঙে পড়ে, তবে রাহানের ৬১ ও বুমরাহ (৩৪*) ও শামি (৫৬*)—এই ‘অপ্রত্যাশিত’ জুটি নবম উইকেটে ৮৯ রান যোগ করে। ভারত তোলে ২৯৮/৮ ডিক্লেয়ার করে, ইংল্যান্ডকে দেয় ২৭২ রানের লক্ষ্য।শেষ দিনে কোহলি বলেছিলেন, ‘ওদের যেন নরক দেখাও’ এবং ভারত ঠিক তাই করেছিল—ইংল্যান্ডকে মাত্র ১২০ রানে অলআউট করে দেয়। সিরাজ নেন ৪ উইকেট, বুমরাহ নেন ৩টি। শুভমন গিল কি পারবেন?এবার অধিনায়ক শুভমন গিল কি লর্ডসে ভারতের চতুর্থ জয় এনে দিতে পারবেন এবং ইংল্যান্ডকে তাদের প্রিয় মাঠেই ব্যাকফুটে ঠেলে দিতে পারবেন? এজবাস্টনে বিশাল জয় তুলে নিয়ে ভারত পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে, সকলের নজর এখন লর্ডসের দিকে।