প্রথমত, গ্রুপ লিগের তিনটি ম্যাচে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠে। পরে শেষ চারের লড়াইয়ে রোহিত শর্মারা হারিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এবার মিনি বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ফের নিউজিল্যান্ড।
কিউয়িরা গ্রুপ লিগে নিজিদের ২টি ম্যাচে জয় পায় পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। তবে লিগের শেষ ম্যাচে হেরে যায় ভারতের কাছে। যদিও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে পরাজিত করে নিউজিল্যান্ড দল। আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে-কেথায়-কখন অনুষ্ঠিত হবে ফাইনাল
ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ অর্থাৎ রবিবার। এই ম্যাচটি খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ২টোর সময়।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ
ভারত বনাম নিউজিল্যান্ড মিনি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-২ এবং স্পোর্টস-১৮ ওয়ান চ্যানেলে। টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি আয়োজক দেশ পাকিস্তানে দেখা যাবে টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে। খেলা দেখা যাবে তামাসা অ্যাপেও। বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টিভি ও টি স্পোর্টসে। নিউজিল্যান্ডে খেলা দেখা যাবে স্কাই স্পোর্ট-১ ও স্কাই স্পোর্ট-৩ চ্যানেলে। শ্রীলঙ্কায় টিভি-১ ও আফগানিস্তানে এটিএনে দেখা যাবে মিনি বিশ্বকাপের ম্যাচ।
মুখোমুখি সাক্ষেতের ইতিহাস
ভারত ও নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১১৯টি ম্যাচে সম্মুখসমরে নামে। ৬১টি ম্যাচ জিতেছে ভারত। ৫০টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। দু'দেশের ১টি ওয়ান ডে ম্যাচ টাই হয় এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড
ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ন্যাথন স্মিথ, জেকব ডাফি, ম্যাট হেনরি, উইল ও'রোর্ক ও কাইল জেমিসন।