হেডিংলে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারত। ফলে এখনও পর্যন্ত টেস্ট সিরিজে ১-১ স্কোর দুই দেশের। বৃহস্পতিবার লর্ডসে তৃতীয় টেস্টে টস হেরে ব্যাটিং নেয় বেন স্টোকসের ইংল্যান্ড। এদিকে, এই টেস্ট ঘরে ‘বুমরাহ ম্যাজিক’ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। এজবাস্টন টেস্টে ভারতের এই স্পিডস্টার-কে 'মিস' করেছেন অনেকেই। সেই দিক থেকে উইকেটের ক্ষেত্রে ম্যাচের শুরুর দিকে বুমরাহ-চমক মিস হলেও, বেলা গড়াতেই লর্ডসে প্রথম উইকেট নিতে ১৬ ওভার লেগে গেল তাঁর।
লর্ডস ম্য়াচের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর- ২৫১ রানে ৪ উইকেট। দিনের শেষে পন্থের আঘাত নিঃসন্দেহে চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, পন্থের আঘাতের চিকিৎসা চলছে। দিনের শেষে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস রয়েছেন ৩৯ রানে, রুট রয়েছেন ৯৯ রানে। ৪৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কেড়েছেন নীতিশ রেড্ডি। জসপ্রীত বুমরাহ ৩৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। এজবাস্টন ম্যাচের নায়ক আকাশদীপ ৭৫ রান দিয়ে একটিও উইকেট সংগ্রহে রাখতে পারেননি প্রথম দিনের শেষে।
বুমরাহর বলে চোট পন্থের
লর্ডসের ম্যাচে একটা উইকেট নিলেও তাঁর বলের ঠেলায় আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হল উইকেটরক্ষক ঋষভ পন্থকে। প্রসঙ্গত, তার আগেই নীতিশ রেড্ডির বলে পন্থ ক্যাচ ধরে আউট করেন ইংল্যান্ড দুই ওপেনার ক্রলি আর ডাকেটকে।
চার উইকেট নিল ভারত
মাত্র ৪৪ রানে ইংল্যান্ড হারায় দুই ওপেনিং ব্যাটসম্যানকে। কিন্তু তার পর থেকেই রুট আর পোপ ধরে খেলছেন। জুটি গড়েছেন। পন্থের আঙুলে চোট গুরুতর হওয়ায় এখনও পর্যন্ত (ভারতীয় সময় রাত ১১ টা) মাঠে ফেরেননি। তবে তাঁর পরিবর্তে আসা উইকেটরক্ষক জুরেল, রবীন্দ্র জাডেজার বলে ক্যাচ ধরে আউট করেছেন ওলি পোপকে। জুটি ভাঙার পরেও অবশ্য ভালো খেলছেন রুট।
আরও পড়ুন - হঠাৎ কেন মাঠ ছাড়লেন ঋষভ পন্ত? উইকেটের পিছনে ধ্রুব জুরেলকে দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ
গোড়া থেকেই ভালো খেলছেন রুট
ম্যাচের গোড়ার দিকে ইংল্যান্ডের ওপেনার আউট হলেও রুট আর পোপের জুটি শতরান পেরিয়ে যায়। টি ব্রেক পর্যন্ত ধরে খেললেন দুজনেই। ফলে উইকেট পাওয়া শক্ত হয়ে গিয়েছিল ভারতের পক্ষে। কিন্তু টি ব্রেক শেষে প্রথম বলেই ধাক্কা দিলেন জাডেজা। ৪৪ রান করে পোপকে চলে যেতে হল মাঠের বাইরে। তবে রুট এজবাস্টনে ভালো রান না পেলেও এই ম্যাচে উইকেটে টিকে রয়েছেন এখনও পর্যন্ত। শুধু তাই নয়, জুটি ভাঙার পর ফের নতুন করে জুটি গড়ছেন রুট। মাঠে স্টোকস নামার পর তাঁর সঙ্গে ইতিমধ্যেই অর্ধশতরানের জুটি হয়ে গিয়েছে রুটের। দিনের শেষে ৯৯ তে নট আউট রয়েছেন রুট।
আউট হ্যারি ব্রুক
লর্ডসের তৃতীয় টেস্টে ভালো রান নিতে পারেননি ব্রুক। ২০ বলে ১১ রান করেই বুমরাহ ম্যাজিকের শিকার হলেন ব্রিটিশ ক্রিকেটার। ভিতরের দিকে ঢুকে আসা বলে বোল্ড হয়ে চলে গেলেন মাঠের বাইরে।