এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা চলছে কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে। কিছু দিন আগে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, কোহলি সম্পর্কেও একই রকম দাবি করা হচ্ছে। কিছু সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে আগামী মাসের ইংল্যান্ড সফরের আগে। রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়া একজন নতুন অধিনায়ক বেছে নিতে চলেছে। পাশাপাশি কোহলিকেও অবসর না নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আবেদন করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বিরাটকেই ভারত অধিনায়ক করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: IPL 2025 আপাতত বন্ধ করতে বাধ্য হল BBCI, এর আগেও একবার স্থগিত করতে হয়েছিল টুর্নামেন্ট, কবে জানেন?
জুন মাসে ইংল্যান্ড সফরে একটি টেস্ট সিরিজ দিয়ে ভারতীয় দল নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে। কিন্তু এবার কেবল একটি নতুন চক্রই শুরু হবে না, বরং ভারতীয় ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। কয়েক মাস আগে পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা, তিনি কিছুটা হঠাৎ করেই, সম্ভবত বোর্ডের চাপেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছে বিসিসিআই এবং মনে করা হচ্ছে যে, তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।
এই সফরের জন্য গিলকে সহ-অধিনায়ক করা হোক
রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই-এর নির্বাচন কমিটি ২৩ বা ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করার সময়ে একটি সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নামও প্রকাশ করতে পারে। সম্ভবত শুভমন গিলের নামই ঘোষণা করা হবে। কিন্তু এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভিন্ন পরামর্শ দিয়েছেন। রবিবার (১১ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভন একটি পোস্ট করেছেন এবং কোহলিকে অধিনায়ক করার বিষয়ে দাবি তুলেছেন। তিনি লিখেছেন, ‘আমি যদি ভারত (বিসিসিআই) হতাম, তাহলে ইংল্যান্ডে টেস্ট সিরিজের জন্য বিরাটকে অধিনায়কত্ব দিতাম। শুভমন গিল এই সফরে সহ-অধিনায়ক হতে পারতেন।’
আরও পড়ুন: মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে UAE, PSL 2025 স্থগিত করতে বাধ্য হল PCB
কোহলিকে রাজি করানোর চেষ্টা
মাইকেল ভন প্রায়ই এই ধরণের অদ্ভূত পরামর্শ দেওয়ার জন্য পরিচিত। তাঁর এই বক্তব্য এমন একটা সময়ে এসেছে, যখন কোহলি টেস্ট থেকে অবসরের কথা ভাবছেন। মনে করা হচ্ছে, বিরাট যখন থেকে ভারতীয় বোর্ড এবং নির্বাচকদের তাঁর উদ্দেশ্যের কথা জানিয়েছেন, তখন থেকেই তাঁকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। টিম ইন্ডিয়ার তরুণ এবং কম অভিজ্ঞ ব্যাটসম্যানদের কথা বিবেচনা করে, বিরাটকে অন্তত এই সফর পর্যন্ত দলে থাকার জন্য আবেদন করা হচ্ছে।