টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক বুধবার (৭মে) টেস্ট ক্রিকেট থেকেও দুম করেই অবসর ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমেই দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান রোহিত। ইংল্যান্ড সফরের ঠিক আগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই সফরে ভারতীয় টেস্ট দল নতুন অধিনায়ক পাবে।
নিজের ইচ্ছেতেই কি অবসরের সিদ্ধান্ত?
টেস্ট ফর্ম্যাটে রোহিত শর্মার ফর্ম নিয়ে বহু দিন ধরেই সমালোচনা চলছিল। সেই প্রক্ষিতেই তাঁকে এই ফর্ম্যাট থেকে সরানো নিয়ে জল্পনাও ছিল তুঙ্গে। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় তাঁর ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে ভারতের সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যানদের একজন ছিলেন। তবু সরে যেতে হল তাঁকে। এখন প্রশ্ন উঠেছে, রোহিত শর্মা কি নিজের ইচ্ছেতেই অবসর নিলেন? নাকি বাইরের হস্তক্ষেপ রয়েছে এই সিদ্ধান্তের পিছনে?
আসলে, রোহিত এমন একটা সময়ে অবসর নিলেন, যখন নির্বাচক কমিটি তাঁকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল এবং ইংল্যান্ড সফরে তাঁর দলে জায়গা পাওয়ার কোনও সম্ভাবনাও ছিল না বলে মনে হচ্ছিল। যদিও ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে রোহিত শর্মাকে রাখা হয়েছিল। রোহিতনিজেও চেয়েছিলেন ইংল্যান্ড সফরে যেতে। আসলে রোহিতকে টেস্ট অধিনায়ক পদ থেকে বরখাস্ত করার খবরটি ভাইরাল হওয়ার কয়েক মিনিট পরেই, হিটম্যান তাৎক্ষণিক ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন।
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির চুরমার করে ইতিহাস লিখলেন MI ব্যাটার
টেস্ট থেকে অবসর নিয়ে কী বললেন রোহিত?
রোহিত ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর ২৮০ নম্বর টেস্ট ক্যাপের একটি ছবি পোস্ট করেছেন। এর সঙ্গেই তিনি অবসরের ঘোষণা করেছেন। রোহিত তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। বছরের পর বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’ তবে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি আপাতত ওয়ানডে ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন। তিনি আরও লিখেছেন, ‘আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।’

তাঁকে অধিনায়কত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল
গত কয়েক মাস ধরেই টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে তাঁর অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সংশয় ছিল। গত বছর তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হার এবং তার পর অস্ট্রেলিয়া সফরে পরাজয়ের পর রোহিতের অধিনায়কত্ব অব্যাহত রাখা কঠিন হয়ে উঠেছিল। তবে, রোহিত আশাবাদী ছিলেন যে, তিনি ইংল্যান্ড সফরে যাবেন এবং দলের নেতৃত্ব দেবেন। কিন্তু মঙ্গলবার (৬ মে) নির্বাচক কমিটি তাঁকে অধিনায়কত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়, যা বিসিসিআইকেও জানানো হয়েছিল। আসলে টেস্টে ব্যাট হাতে রোহিত ফর্মে না থাকার কারণে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল।
রোহিত শর্মা ২০২৪ সালে টেস্ট ফর্ম্যাটে ভালো গড়ে রান করতে ব্যর্থ হন। ২০২৪ সালে, রোহিত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ২৪.৭৬। এই সময়ে রোহিত মাত্র ৬১৯ রান করেছিলেন। এখানে বড় বিষয় হল, গত ১৫টি টেস্ট ইনিংসে হিটম্যান মাত্র একটি অর্ধশতরান করেছিল। যেখানে তিনি ১০ বার দুই অঙ্কের চিহ্ন স্পর্শ করতে পারেননি। এই কারণেই নির্বাচকেরা রোহিতকে বাতিলের খাতাতেই ফেলে দিয়েছিলেন। আর সেটা অফিসিয়ালি জানানোর আগেই নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত।