চলতি বছরে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এবার পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করেছে বোর্ড। অনেকেই হয়ত জানেন না, এবার উচ্চ-মাধ্যমিক বা সিবিএসই বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন টলিপাড়ার বেশকয়েকজন জনপ্রিয় টিভি তারকা। যাদের মধ্যে রয়েছেন ‘পূবের ময়না’র ‘ময়না’ ওরফে ঐশানী দে। কেমন রেজাল্ট হয়েছে ঐশানীর?
এবিষয়ে Hindustan Times Bangla-র তরফে ফোন করা হয় ঐশানী দে-কে। সেই মুহূর্তে ঐশানী একটু ব্যস্ত থাকার কারণে মেয়ের রেজাল্টের খবর দিলেন তাঁর মা অঞ্জনা দে মুখোপাধ্যায়।
অঞ্জনা দে মুখোপাধ্যায় জানান, ‘ওর রেজাল্ট খুবই ভালো হয়েছে। এবার ও ৯২ শতাংশ নম্বর পেয়েছে। এটা যে ও পাবে, আমরা তো ভাবতেও পারিনি। কারণ যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন ওর শ্যুটিংও চলছিল। ও পরীক্ষা দিয়ে শ্যুটিং করতে গিয়েছে, এদিকে রাতে হয়ত মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেয়েছে। তারপরেও ৩টি বিষয়ে ওর প্রায় ১০০-র কাছাকাছি নম্বর আছে। এর মধ্য়ে রয়েছে পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। ও আঁকাআঁকি করতে খুবই ভালোবাসে। ওর প্রধান বিষয়ই হল পেইনটিং। সেটাতে ও খুবই ভালো রেজাল্ট করেছে ও। ৬০০-র মধ্যে ৫৩০ পেয়েছে। এই তিনটি সাবজেক্টের জন্য অল ইন্ডিয়াতে ১২.৫ র্যাঙ্কিং-এ পেয়েছে ঐশানী। আমরা খুব খুশি।’
ঐশানীর মা আরও জানান, ‘আমি ভেবেছিলাম, মেয়ে হয়ত ৭০-৮০ শতাংশ পেয়ে যাবে। কারণ কাজ করতে করতে ও পড়াশোনা করেছে। আমরাও ওকে খুব একটা চাপ দিইনি। তবে ঐশানীর একটা জেদ ছিল, যে লোকে বলে অভিনয় করে পড়াশোনা হয় না। ও সেটা প্রমাণ করব যে করা যায়। ও পড়াশোনাটা ভালোবেসে করে, হয়ত কাজের জন্য ১৪ ঘণ্টা পড়তে বসতে পারে না।’
এর পরে কী নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে ঐশানীর?
অঞ্জনা দে মুখোপাধ্যায় জানান, 'এখনও এই সিদ্ধান্ত ঐশানী নিয়ে উঠতে পারেনি। কোন কলেজ কতটা মার্কস চাইছে, সেটা বিষয়। ও মিডিয়া- ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চায়, আবার 'লিঙ্গুইস্টিকস' (ভাষাতত্ত্ব) নিয়েও পড়ার কথা ভাবছিল। ওর আবার IAS বা IFS- দেওয়ারও ইচ্ছে রয়েছে। যেহেতু পলিটিক্যাল সাইন্সে ওর নম্বরটা বেশি আছে, সেটা নিয়েও ও এগোতে পারে। এখনও তাই সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি। তবে ঐশানী আপাতত ৪টে বছর পড়াশোনাতেই মন দিতে চাইছে।
তাহলে কি অভিনয় থেকে আপাতত বিরতি?
ঐশানীর মা জানান, 'না, অভিনয়টা ও করবে। তবে পড়াশোনাতে একটু বেশি মন দেবে। হয়ত এবার ও সিরিয়াল করতে পারবে না, তবে ফিল্ম বা সিরিজ, এগুলো করবে। যাতে সবটাই ও ম্যানেজ করতে পারে।