ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। তবে শুরু হতে চলা আইপিএল ২০২৫-এর আগেই বিসিসিআইয়ের কাছে বিশেষ অনুরোধ জানালেন গাভাসকর। তিনি জানালেন ডিজে, সংগীত ও চিয়ারলিডারদের এবারের বাকি আইপিএল ২০২৫ থেকে বাদ দেওয়া হোক।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ আবার শুরু হচ্ছে আসন্ন সপ্তাহান্তে। ফের শুরুর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তবে টুর্নামেন্ট ফের শুরুর আগে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর BCCI-র কাছে একটি আবেগঘন অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, আইপিএলের বাকি ম্যাচগুলোতে যেন গান, ডিজে এবং চিয়ারলিডার না রাখা হয়, কারণ সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে অনেক পরিবার আপনজনকে হারিয়েছেন।
‘শ্রদ্ধা জানানো হোক পরিবারগুলিকে’
কাশ্মীরের পহেলগাঁওয়ের এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে। এই ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সেই কারণেই IPL সাময়িকভাবে স্থগিত করা হয়।
তবে এখন যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে এবং তার ফলেই ফের শুরু হচ্ছে আইপিএল। এ পরিস্থিতিতে গাভাসকরের মত, আনন্দ-উৎসবের রং কিছুটা কমিয়ে রেখে ক্রিকেটটাকেই সামনে রাখা উচিত।
সেটাই হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি যথার্থ শ্রদ্ধা- গাভাসকর
তিনি বলেন, ‘আমি সত্যিই চাই, যেহেতু এই মুহূর্তে কিছু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাই বাকি ম্যাচগুলোতে ডিজে, উচ্চস্বরে সংগীত কিংবা চিয়ারলিডার যেন না রাখা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রায় ৬০টা ম্যাচ দেখে ফেলেছি। এখন বাকি আছে ১৫-১৬টি। আমি চাই, এই ম্যাচগুলো যেন শান্ত পরিবেশে হয়। গ্যালারিতে দর্শক আসুক, খেলা চলুক, কিন্তু শুধু ক্রিকেট হোক – সেটাই হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি যথার্থ শ্রদ্ধা।’
আরও পড়ুন … হেজেলউডের ফেরা অনিশ্চিত! কী করবেন রাসেল, নারিনরা? IPL 2025 -এর বাকি ম্যাচ খেলতে কোন বিদেশি কখন ভারতে ফিরবেন?
‘সাসপেনশন ছিল সঠিক সিদ্ধান্ত’
সুনীল গাভাসকর বলেন, IPL সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল,আর এটা একদম সঠিক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ‘যখন সীমান্তে শত্রুতা চলছে, তখন খেলাধুলার কোনও জায়গা নেই। সেই মুহূর্তে IPL বন্ধ করা যথার্থ ছিল। এখন যুদ্ধবিরতির ফলে খেলা ফের শুরু হচ্ছে – এটাই ঠিক সিদ্ধান্ত।’
আরও পড়ুন … কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে IPL 2025-এর ফাইনাল ও প্লে-অফ? কোন শহরে দেখা যাবে বাকি ম্যাচ?
নতুন সূচি ঘোষণা করেছে BCCI
BCCI সোমবার রাতে নতুন করে সংশোধিত সূচি ঘোষণা করেছে। ১৭ মে থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্ট, মোট ১৭টি ম্যাচ খেলা হবে। ৬টি শহরে খেলা হবে ম্যাচ। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আমদাবাদে ম্যাচ গুলো নিয়ে আসা হয়েছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জুন ৩ তারিখে। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ যথাক্রমে মে ২৯ ও ৩০ তারিখে হবে এবং কোয়ালিফায়ার ২ হবে জুন ১ তারিখে। প্লে-অফের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে BCCI। তবে সূত্রের খবর আমদাবাদে ফাইনাল ম্য়াচটি অনুষ্ঠিত হতে পারে।