
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মেলবোর্ন টেস্টে যশস্বী জসওয়ালকে তৃতীয় আম্পায়ার বিতর্কিতভাবে আউট দেওয়ার পরে মাইকেল ভন দাবি করেন যে, আম্পায়ারই সঠিক। অর্থাৎ প্রযুক্তি যাই বলুক না কেন, যশস্বী নাকি আউট ছিলেন সেক্ষেত্রে। এবার সিডনি টেস্টে তৃতীয় আম্পায়ার বিস্তর টেলিভিশন রিপ্লে দেখে বিরাট কোহলিকে নট-আউট ঘোষণা করার পরে ফের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন ভন। এক্ষেত্রে ব্রিটিশ তারকার দাবি, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল। এবার নাকি আউট ছিলেন বিরাট।
অর্থাৎ, ভারত বিরোধী অবস্থান থেকে বিন্দুমাত্র সরানো গেল না মাইকেল ভনকে। যদিও বিশেষজ্ঞদের বেশিরভাগেই ধারণা, তৃতীয় আম্পায়ার যথাযথ সিদ্ধান্ত দিয়েছেন এক্ষেত্রে। কেননা বলের নীচে আঙুল ছিল না স্মিথের। একপাশে ছিল। ফলে বলের একটি অংশ মাটি ছোঁয়ায় এক্ষেত্রে নট-আউট কোহলি।
সিডনি টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ৭.৪ ওভারে স্কট বোল্যান্ডের বলে আউট হন অপর ওপেনার যশস্বী জসওয়াল। তিনি বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন।
ভারত ১৭ রানে ২ উইকেট হারালে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তবে মাঠে নেমে প্রথম বলেই আউট হতে হতে বেঁচে যান বিরাট। ৭.৫ ওভারে স্কট বোল্যান্ডের বল কোহলির ব্যাটের কানায় লেগে স্লিপ অঞ্চলে উড়ে যায়। এক হাতে নীচু ক্যাচ ধরার চেষ্টা করেন স্টিভ স্মিথ।
বল স্মিথের হাতে পুরোপুরি জমা পড়েনি। স্মিথের হাত থেকে ছিটকে যাওয়ার পরে গালিতে ফিল্ডিং করা ল্যাবুশানের কাছে চলে যায় বল। ল্যাবুশান বল ধরতে ভুল করেননি। যদিও তাতে লাভ কিছুই হয়নি। আসলে স্মিথের হাত থেকে ছিটকে যাওয়ার আগে বলের একটি অংশ সামান্য মাটি ছুঁয়ে যাওয়ায় বেঁচে যান বিরাট। তৃতীয় আম্পায়ার কোহলিকে নট-আউট ঘোষণা করার পরে হতাশ দেখায় স্মিথকে।
আরও পড়ুন:- Rohit Sharma Dropped: তেতো ওষুধ গিলতে হল ক্যাপ্টেনকেই, সিডনি টেস্টে বাদ রোহিত শর্মা
কোহলি এক্ষেত্রে আউট ছিলেন নাকি নট-আউট, সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে যায়। মাইকেল ভন নিজের মতামত জানাতে মোটেও সময় নষ্ট করেননি। তিনি টুইট করেন যে, ‘আমি মনে করে এটা আউট ছিল।’
কোহলি অবশ্য জীবনদান পেয়েও বড় রানের ইনিংস গড়তে পারেননি। তিনি ৩১.৩ ওভারে স্কট বোল্যান্ডের বলে স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন। ৬৯ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন বিরাট। ফের একবার অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে বিরাট প্রতিবার একইভাবে আউট হন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports