আইপিএল ২০২৫-এর লিগ পর্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং প্লে অফে পৌঁছানো চারটি দলও নির্ধারিত হয়ে গিয়েছে। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স শীর্ষ চারে তাদের জায়গা নিশ্চিত করেছে। তবে, এখনও প্রথম দুইয়ে কোন কোন দল জায়গা করে নেবে, তা নিয়ে সংশয় রয়েছে, যেখানে আরসিবি এবং পঞ্জাব কিংসের সামনে প্রথমে দুইয়ে শেষ করার বড় সুযোগ রয়েছে। এদিকে, বৃহস্পতিবার (২২ মে) লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গুজরাট টাইটান্স একটি বড় ধাক্কা খেয়েছে।
প্লে অফের আগে বড় ম্য়াচ
লিগ পর্বে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে, পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্সই। তারা ১৩ ম্যাচে ৯টিতে জিতেছে চারটিতে হেরেছেষ তাদের সংগ্রহে এখন ১৮ পয়েন্ট। গুজরাটের নেট রানরেট +০.৬০২। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস উভয়ই ১২টি করে ম্যাচ খেলে ম্যাচে ৮টি করে জিতেছে। দুই দলই তিনটি করে ম্যাচ হেরেছে এবং একটি করে ম্যাচ ভেস্তে গিয়েছে। যে কারণে দুই দলের পয়েন্টই ১৭ করে। তবে আরসিবির নেট রানরেট কিছুটা বেশি, +০.৪৮২, তাই তারা রয়েছে দুইয়ে। আর পঞ্জাব কিংসের নেট রানরেট +০.৩৮৯, তাই তারা রয়েছে তিনে। মুম্বই ইন্ডিয়ান্স আবার ১৩টি ম্যাচে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এবং তাদের নেট রানরেট সবার চেয়ে বেশি, +১.২৯২।
গুজরাট টাইটান্স হয়তো এখনও পয়েন্ট টেবলে একে রয়েছে, তবে এখন তাদের জন্য শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা খুব কঠিন বলে মনে হচ্ছে। আসলে, লখনউয়ের বিরুদ্ধে হারের পরেই চাপে পড়ে গিয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হাতে এখন লিগ পর্বের আর একটি ম্যাচ বাকি রয়েছে। এই ক্ষেত্রে তারা সর্বোচ্চ ২০ পয়েন্টে পৌঁছতে পারে। এদিকে আরসিবি এবং পঞ্জাব কিংসের এখনও ২১ পয়েন্টে পৌঁছানোর বড় সম্ভাবনা রয়েছে।
আরসিবি এবং পঞ্জাবের যেন লটারি লেগেছে
আসলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের লিগ পর্বে এখনও ২টি করে ম্যাচ বাকি। যদি এই দু'টি দলই তাদের বাকি ২টি করে ম্যাচ জিততে পারে, তাহলে তারা ২১ করে পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করতে পারবে। যার অর্থ এই দুটি দলই শীর্ষ দুইয়ে থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের বাকি দু'টি ম্যাচ খেলতে হবে হায়দরাবাদ এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য দিকে, পঞ্জাবকে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, মুম্বই সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছতে পারে। এমন পরিস্থিতিতে, তাদের জন্য শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করাটা চাপের।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১৩ ম্যাচে ৯টি জয়, ৪টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬০২)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
৩) পঞ্জাব কিংস- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩৮৯)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১৩ ম্যাচে ৮টি জয়, ৫টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +১.২৯২)
৫) দিল্লি ক্যাপিটালস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট -০.০১৯)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৭টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৩৩৭)
৭) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১২ ম্যাচে ৪টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট -১.০০৫)
৯) রাজস্থান রয়্যালস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৫৪৯)
১০) চেন্নাই সুপার কিংস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.০৩০)