Gautam Gambhir on Rohit Sharma's retirement: টেস্ট থেকে রোহিত শর্মার অবসর নিয়ে বিশেষ প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। একদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। হিটম্যানের হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক গোটা ক্রিকেট বিশ্ব। সকলে নিজের মত প্রকাশ করেছেন। এই সময়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও তাঁর দলের অধিনায়ক রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোহিত শর্মার অবসর ঘোষণা এসেছে ইংল্যান্ড সফরের ঠিক আগে এবং নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেল শুরুর ঠিক আগে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন হিটম্যান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর থেকেই রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।
যদিও রোহিত ও গম্ভীরের জুটি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিল, তবে টেস্টে তাদের নেতৃত্বের যুগের শুরুটা মোটেও সুখকর হয়নি। ভারত নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে।
অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছিল, বিশেষ করে যখন রোহিত শেষ টেস্টে (সিডনিতে) না খেলার সিদ্ধান্ত নেন। যদিও পরে দু'জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে সম্পর্ক খুবই ভালো।
আরও পড়ুন … এখনও প্লেঅফের যোগ্যতা অর্জন করা সম্ভব… হাল ছাড়ছেন না KKR-এর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে
রোহিতের অবসরের খবর শুনে গম্ভীর নিজের সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন বার্তা দেন। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর ঘোষণার করার কয়েক ঘণ্টার মধ্যেই গম্ভীর এক আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি জানান এক্স-এ গম্ভীর লেখেন, ‘একজন মাস্টার, একজন নেতা এবং এক অনন্য রত্ন!’
আরও পড়ুন … দুরন্ত বোলিংয়ের পরেও শাস্তি! IPL-এর আচরণবিধি লঙ্ঘন, জরিমানার মুখে KKR-এর বরুণ চক্রবর্তী
গম্ভীর দায়িত্ব নেওয়ার (জুলাই, ২০২৪) পর রোহিত হলেন দ্বিতীয় ভারতীয় কিংবদন্তি যিনি টেস্ট থেকে অবসর নিলেন। এর আগে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
আরও পড়ুন … ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনার মধ্যে PSL 2025-এর ভবিষ্যত কী? কী বলছে PCB? নজর রাখছে বাংলাদেশ
গম্ভীরের সামনে নতুন চ্যালেঞ্জ
এখন গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন। কে হবেন ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন, তা নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক চলছে। ভারতীয় দল আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজের প্রথম টেস্ট ২০ জুন লিডসে শুরু হবে। এরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লর্ডস, বার্মিংহাম, ম্যাঞ্চেস্টার ও ওভালে।