আইপিএলে প্রথম তিন ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করলেও এবারে তাঁদের পারফরমেন্স মোটেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো নয়। এক্ষেত্রে বলাই বাহুল্য, দলের গতবারের দুই সেরা তারকা ফিল সল্ট এবং মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার ফলে তাঁদের দুই বিভাগই ধাক্কা খেয়েছে।
আসলে গতবার শুরুর দিকে বোলিংয়ে তেমন ছন্দে ছিলেন না মিচেল স্টার্ক কিন্তু পরের দিকে তিনি ছন্দে ফিরেছিলেন এবং নকআউটে কেকেআরকে একাধিক ম্যাচে জিততে সাহায্য করেছিলেন। ফিল সল্ট আবার নকআউটের আগে পর্যন্ত কেকেআরের হয়ে দুরন্ত শুরু করে দিচ্ছিলেন। কিন্তু এবারে রিটেনশনের তালিকায় দেখা যায়, ওপেনিং পেয়ারকে নাইটরা ভেঙে দিয়েছে। সল্ট নিতে মরিয়া হয়েও তাঁরা যায়নি। স্টার্কের ক্ষেত্রেও বিষয়টা তাই। এবার হাফ দামের নর্কিয়া বা স্পেন্সর জনসনকে যদি নাইট শিবির স্টার্কের বিকল্প হিসেবে দেখে, তাহলে যা হওয়ার তাই হয়েছে।
IPL 2025, CSK vs RR- ব্যর্থ ধোনি, কাজে এল না জাদেজার লড়াই! হাসারাঙ্গার ভেল্কিতে CSKকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল RR
প্রথম ম্যাচে হারের পরই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানের মুখেই শোনা গেছিল পিচের অজুহাত। কিন্তু একথাও মনে রাখতে হবে তাঁকে কেকেআর অধিনায়ক করেছিল বটে, কিন্তু ২০১৬ সালের পর থেকে আইপিএলের কোনও সংস্করণেই তিনি ৪০০ রানের বেশি করতে পারেননি। কেকেআরেরও হয়েও তিনি এখনও পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি।
IPL 2025-‘১৮০ রান আমাদের তোলা উচিত ছিল’!এবার ওপেনারদের ওপর দায় ঠেললেন হতাশ রুতুরাজ, মুখ খুললেন নিজের ব্যাটিং অর্ডার নিয়ে
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। সেই ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের আগেই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়ে ছিলেন যে তাঁর সঙ্গে নাইট রাইডার্স কর্তৃপক্ষের যথেষ্ট ভালো সম্পর্ক, তাই তাঁদের কথা মতোই হোম ম্যাচের ক্ষেত্রে পরবর্তী পিচ তৈরির চেষ্টা করা হবে। তবে বৃহস্পতিবার যদি এমন কোনও খারাপ ফলাফল হয়, তাহলে তখন কার ওপর দায় দেবেন রাহানে?
IPL 2025, SRH vs DC- ‘আমার ভয়েই আর প্রথম বল খেলে না’, অজি সতীর্থ হেডকে ফের আউট করে খোঁচা স্টার্কের
যদিও ইডেনের ম্যাচের আগে কিন্তু পিচ নিয়ে কেকেআরের জন্য স্বস্তির বার্তা দিলেন প্রাক্তন বাংলা অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। HT বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ‘ইডেন গার্ডেন্সের উইকেটের যেমন চরিত্র, তাতে গরম যত বাড়বে তত বল টার্ন করবে। তাই প্রথম ম্যাচে বল সেভাবে টার্ন না হয়ে থাকলেও, যতই দিন গড়াবে ততই পিচ কিন্তু ফাটবে, আর কেকেআরও স্পিন সহায়ক উইকেটই পাবে ’।
Miami Open-র ফাইনালে জকোভিচকে হারানো ১৯ বছর বয়সী জাকুব মেনসিক কে? জানুন তার গল্প, ছোট থেকেই আইকন মেনেছেন জোকারকেই!
সম্বরণ বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, ‘কেকেআর যেটা বলেছে, সেটা অবশ্য গোটা পৃথীবিতেই চলে। অর্থাৎ হোম টিম হোম অ্যাডভান্টেজ পেয়ে থাকে। সেটা অস্ট্রেলিয়া া নিউজিল্যান্ডে গেলেও দেখা যায়, ওরা ভারতকে খেলার জন্য স্পিনিং ট্র্যাক দেয়না। কিন্তু সুজন যেটা বলেছে, যে বিসিসিআইয়ের পছন্দের মতো উইকেট ও বানাচ্ছে। আর বিসিসিআই বেশ কয়েকবার ইডেনের পিচকে সেরা বলেছে, তাই এখনই এত বিতর্কের দরকার নেই। এমনিতেই তো কয়েকদিন পর থেকে ইডেনে নাইট রাইডার্স ওদের পছন্দ মতোই উইকেট পাবে ’।