২৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগেই দিল্লি ক্যাপিটালসের জন্য একটি বড় সুখবর। এই ম্যাচে দিল্লির হয়ে খেলতে চলেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। ফ্যাফ ডু'প্লেসি তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচের আগেই চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। প্রসঙ্গত, গত মরশুম পর্যন্ত তিনি বেঙ্গালুরু দলের অধিনায়ক ছিলেন। যে কারণে এই মরশুমে ফ্যাফ বনাম আরসিবি-র মধ্যে লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চিন্নাস্বামীতে ইতিমধ্যে ফ্যাফ বনাম আরসিবি-র লড়াইয়ে প্রোটিয়া অধিনায়ক নিরাশ করেছেন। সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস জিতলেও, ফ্যাফ ডু'প্লেসি ৭ বল খেলে মাত্র ২ রান করে যশ দয়ালের শিকার হয়েছিলেন।
প্রসঙ্গত, ফ্যাফের পিঠে চোট থাকার কারণে শেষ কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেননি। কিন্তু এখন আরসিবি-র বিরুদ্ধে ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠেছেন। দিল্লির সহ-অধিনায়ক অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খেলতে প্রস্তুত।
দু' সপ্তাহের জন্য ২২ গজের বাইরে ছিলেন ফ্যাফ
ফ্যাফ ডু'প্লেসি এই মরশুমে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন ১০ এপ্রিল আরসিবি-র বিপক্ষেই। তাও চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচেই রজত পাতিদারের শটে বল ধরার জন্য তিনি অতিরিক্ত কভার থেকে দৌড়ে যান এবং গুরুতর চোট রান। আর এই চোটের পরেই তাঁকে প্রায় ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল। এই দু' সপ্তাহের মধ্যে তিনি ৪টি ম্যাচ মিস করেছেন। কিন্তু এখন তিনি সম্পূর্ণ ফিট এবং মাঠে ফিরে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিকে হারাতে আবারও প্রস্তুত ফ্যাফ।
দলের তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এই খবর জানিয়েছেন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ম্যাকগার্ক দাবি করেছেন, ‘আমি মনে করি তিনি আগামীকাল (রবিবার) ওঁকে পাওয়া যাবে। নির্বাচনের জন্য তাঁর উপলব্ধ থাকা উচিত।’ খবর অনুযায়ী, ডু'প্লেসি শনিবার নেটে ব্যাটও করেছেন এবং আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ খেলতে তিনি প্রস্তুত। গুরুত্বপূর্ণ বিষয় হল, ফ্যাফ যদি এদিন খেলেন, তবে এই প্রথম বার দিল্লি ক্যাপিটালসের মূল ঘরের মাঠ কোটলায় তিনি নামতে চলেছেন।
ডু'প্লেসির পারফরম্যান্স
এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন ফ্যাফ ডু'প্লেসি। তার মধ্যে তিনি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৯ রান এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫০ রান করেছিলেন। তবে আরসিবির বিপক্ষে তিনি মাত্র ২ রানেই আউট হয়ে গিয়েছিলেন। এবার সেটা পুষিয়ে নিতে চাইবেন ফ্যাফ। অন্য দিকে তাঁর দল ধারাবাহিক ভাবে দুর্দান্ত পারফর্ম করছে। চলতি মরশুমে, দিল্লি ক্যাপিটালস ৮টি ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে এবং পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে।