শুভমন গিল পরপর দুই টেস্টেই শতরান করার পর বিশ্বের প্রায় সব প্রান্ত থেকেই শুভেচ্ছা পাচ্ছেন। অনেকেই মনে করেছিলেন, ইংল্য়ান্ড সফরের আগে এশিয়ার বাইরে শতরান না করা গিলকে হয়ত টিম ইন্ডিয়া অধিনায়ক হিসেবে বেছে নিয়ে ভুলই করেছে। কিন্তু গিল সেই সব ক্রিকেট বিশেষজ্ঞকে ভুল প্রমাণ করেছেন নিজের ব্যাটিংয়ের মধ্যে দিয়ে। অধিনায়কত্ব নিয়ে এখনও সামান্য প্রশ্ন রয়েছে বটে, তবে অধিনায়ক হিসেবে ব্যাটিং নিয়ে কোনও প্রশ্নই আপাতত নেই।
তিনি অধিনায়কত্ব পাওয়ার পরই নিজের কেরিয়ারের সেরা পারফরমেন্স দেখানো শুরু করে দিয়েছেন। পরপর দুই টেস্টে ইংল্যান্ডের মাটিতে শতরান হাঁকিয়ে বিরাট কোহলি, গ্রেইম স্মিথদের কাছাকাছি চলে এসেছেন গিলও। রোহিতর বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটন যে সঠিক হাতেই রয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে।
১৯৯ বলে নিজের সপ্তম টেস্ট শতরান তোলার পরেও কোনও ভুল শট না খেলে মাথা ঠান্ডা রেখেই দলের স্কোর এগিয়ে নিয়ে গেছেন গিল। প্রথম দিনের শেষে ভারতের ৫ উইকেটে ৩১০ রানের মধ্যে শুভমনের স্কোর অপরাজিত ১১৪। টিম ইন্ডিয়াকে যদি ভদ্রস্থ স্কোরে পৌঁছাতে হয়, তাহলে গিলকেও নিজের রান আরও খানিকটা বাড়িয়ে ফেলতে হবে। তাঁর ব্যাটিং দেখে উচ্ছসিত প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড। তিনি গিলের সঙ্গেই তুলনা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের।
তিনি বলছেন, ‘চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে শুভমন গিল নিজের জায়গা মজবুত করে দিয়েছে, দুই টেস্টে পরপর শতরান করে। ওকে দেখে মনেই হচ্ছে না, ওর কোনও সমস্যা রয়েছে ব্যাটিংয়ে। অবলিলায় রান করছে, যে দেখে আমার মহম্মদ আজহারউদ্দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আজহারও নিখুঁত স্ট্রোল খেলত আর সব সময়ই মাথা ঠান্ডা রাখতে জানত। ২৫ বছর বয়সী গিলের কাছে এখন প্রধান টার্গেট হবে ওর ক্যাপ্টেন্সি আরও উন্নতি করা, কারণ আগের ম্যাচে ওর ক্যাপ্টেন্সি আমার ঠিক লাগে নি ’।