নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি। এরপরেই সকলে প্রশ্ন করতে শুরু করেন, কেন খেললেন না নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার?
নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে খেলতে পারবেন না, কারণ তিনি এখনও কপালের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এই চোট তিনি পেয়েছিলেন কয়েকদিন আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে। একই ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র।
রবীন্দ্রের দুর্ভাগ্যজনক এই চোটটি ৮ ফেব্রুয়ারি, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসের ৩৮তম ওভারে এটি ঘটেছিল। মাইকেল ব্রেসওয়েলের বোলিংয়ে ক্যাচ নিতে গিয়ে তিনি ফ্লাডলাইটের কারণে বলের দৃষ্টি হারিয়ে ফেলেন এবং মুখে প্রচণ্ড আঘাত পান। ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এরপর তিনি আর ম্যাচে ফিরতে পারেননি।
আরও পড়ুন …. Champions Trophy 2025: গিলকে কেন দলের সহ-অধিনায়ক করা হয়েছে? আসল কারণ জানালেন রোহিত শর্মা
পরের দিন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC) জানায় যে, তার ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং তাকে হেড ইনজুরি অ্যাসেসমেন্ট (HIA) প্রোটোকলের অধীনে রাখা হয়েছিল, এই কারণেই রাচিন রবীন্দ্র ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে খেলতে পারেননি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড, যিনি ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে উইজডেনকে উদ্ধৃত করে বলেছিলেন, ‘রাচিন রবীন্দ্রের মাথাব্যথা কয়েকদিন ধরে ছিল, তবে সেটি এখন কমে আসছে, যা ভালো খবর। আজ রাতে সে কিছু বল হিট করেছে, যা ইতিবাচক। তবে খেলার জন্য সম্পূর্ণ ফিট হতে হলে তাঁকে আরও কয়েকটি ধাপ পার করতে হবে।’
আরও পড়ুন …. ভিডিয়ো: সচিনের ব্যাট দিয়েই ঐতিহাসিক ৩৭ বলে শতরান করেছিলেন আফ্রিদি! বড় রহস্য ফাঁস করলেন পাক তারকা
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের টসের সময়, নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার নিশ্চিত করেন যে, রবীন্দ্র এখনও মাঠে ফেরার জন্য প্রস্তুত নন। সম্প্রতি দারুণ ফর্মে থাকা এই ব্যাটার শেষ ৭ ম্যাচে ২০৩ রান করেছেন, গড় ২৯.০০, যেখানে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন উইল ইয়ং।
টসের ফলাফল ও প্লেয়িং একাদশ
পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২০ রান তুলেছিল নিউজিল্যান্ড। এর জবাবে পাকিস্তান ২৬০ রানে গুটিয়ে যায়। ফলে ৬০ রানে ম্যাচটি জেতে নিউজিল্যান্ড। ম্যাচের সেরা হয়েছেন টম লাথাম। তবে রাচিন রবীন্দ্রের জায়গায় খেলতে নেমে দারুণ ইনিংস খেলেছিলেন উইল ইয়ং। ১১৩ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আরও পড়ুন …. WPL 2025: শেফালি-ল্যানিং-সাদারল্যান্ডের ঝোড়ো ব্যাটিং, UP Warriorz-কে ৭ উইকেটে হারিয়ে ২ নম্বরে উঠল DC
পাকিস্তানের একাদশ:
ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আলি আঘা, তায়েব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ডের একাদশ:
উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রউর্ক।