
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- চলতি বছরের শেষ দিকেই ভারতীয় সিনিয়র পুরুষ দল যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে। সেখানে তারা মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে এসে দুবারেই ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জিতেই দেশে ফিরেছে ভারতীয় দল। শেষ চারটি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া দল। ফলে এবার তাঁরা মুখিয়ে থাকবে বর্ডার-গাভাসকর ট্রফি জিততে।
আরও পড়ুন… ধোনির থেকেও ভয়ঙ্কর! বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং
এই ট্রফি জয়ের ক্ষেত্রে অজিদের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন তাদের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। আসন্ন সিরিজে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন স্মিথ হয়তো ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাট করবেন। এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এখনও ঠিক করে উঠতে পারেননি যে স্মিথকে তারা কত নম্বরে খেলাবেন।
সাধারণত স্টিভ স্মিথ শেষ এক দশকে লাল বলের ফর্ম্যাটে মিডল অর্ডারে ব্যাট করেন। তবে এই বছরে অবসর নিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর অবসরের পরে ওপেনার হিসেবে খেলানো হচ্ছে স্টিভ স্মিথকে। উসমান খোয়াজার সঙ্গী হয়ে তিনি অজিদের হয়ে টেস্টে ওপেন করছেন। তবে ভারতের বিরুদ্ধেও তাঁকে দিয়েই ইনিংস ওপেন করাবে কিনা অজি টিম ম্যানেজমেন্ট তা এখনও স্পষ্ট নয়। নাকি তাঁকে তাঁর পুরনো পজিশন অর্থাৎ চার নম্বরেই ব্যাট করানো হবে তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। বিষয়টি নিয়ে অজি হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কোন উত্তর দেওয়া থেকে কার্যত এড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন… BCCI এর দোষ নেই, গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn
সেন রেডিও স্টেশনে তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকের মনে এই একটাই প্রশ্ন। তাই না? যে স্মিথকে আমরা কত নম্বরে খেলাব। আমাদের একটা প্রাথমিক চিন্তা ভাবনা বিষয়টি নিয়ে করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই বিষয়টি নিয়ে জনমানসে প্রবল জল্পনা চলছেই। তবে পর্দার পিছনে কী হচ্ছে! তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি যদি বলি এই বিষয়টি নিয়ে কোন আলোচনা হয়নি তবে আমি বলব আমি মিথ্যা কথা বলছি। আসন্ন গ্রীষ্মকালীন টেস্টের সময় শুরুর আগেই এই নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছে। আমরা সবটা জানাব। তবে সময়মতো। এখন একটু অপেক্ষা করতেই হবে। ধৈর্য্য ধরতেই হবে। আমরা নজর রাখব স্টিভ স্মিথ যদি শেফিল্ড শিল্ডে খেলে তাহলে নিউ সাউথ ওয়েলস তাঁকে ঠিক কোন পজিশনে ব্যাট করাচ্ছে সেই দিকে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports