বয়স বাড়ছে। ইচ্ছাশক্তি থাকলেও শারীরিক শক্তি আর আগের মতো নেই। ৩৩ বছর বয়সী ইংরেজ অধিনায়ক বেন স্টোকস এবারে আর আইপিএলে নাম দেননি। জানাচ্ছেন, কেরিয়ারের পড়ন্ত বিকেলে রয়েছেন তিনি এই মূহূর্তে। তাই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার যাতে আরও কিছুটা দীর্ঘায়িত হয় সেই কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
আইপিএলে না খেলার কারণ জানালেন স্টোকস-
হাঁটুর চোটে অনেকদিন ধরেই ভুগছেন। চলতি বছরে চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচেই খেলতে পারেননি। সিমিত ওভারের ক্রিকেট খেলাও কমিয়ে দিয়েছেন আগের থেকে। এই অবস্থায় বেন স্টোকস আইপিএলের বড় প্রস্তাবই ছেড়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ ইংল্যান্ডের এই অলরাউন্ডার যতবারই আইপিএলের নিলামে এসেছেন, খুব কম দাম তিনি পাননি।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘ করতে চান স্টোকস-
গত মরশুমেও ২ মিলিয়ন ডলারে চেন্নাই সুপার কিংসে সই করেছিলেন এই তারকা অলরাউন্ডার। ফলে এবারও তিনি খেললে কম কিছু পেতেন না। লিয়াম লিভিংস্টোন থেকে জোস বাটলার, ইংরেজরা আইপিএলে ভালোই দাম পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের না থাকা নিয়েই মুখ খুলেছেন বেন স্টোকস। তিনি জানাচ্ছেন, ‘আমি অবশ্যই চাইব যত বেশিদিন সম্ভব ক্রিকেট খেলা চালিয়ে যেতে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
মন চাইলেও শরীর দিচ্ছে না-
তাঁর কথায়, ‘আমার শরীরের দিকে দেখলে, আর নিজের দিকে তাকালে আমি বুঝতে পারি, খেলাকেই গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে আগামীর কথা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে আমার সাম্প্রতিক ভবিষ্যৎে কি কি রয়েছে। আর সেই আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত করতে গেলে কি কি করতে হবে। যতদিন সম্ভব আমি এই ইংল্যান্ডের জার্সি পড়তে চাই, তাই এই সিদ্ধান্ত ’।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কক্সের চোট নিয়ে স্টোকস বলছেন, ‘টেস্টে অভিষেক ঠিক আগেই যদি চোট লাগে, আর তার জন্য ছিটকে যেতে হয়। এর থেকে খারাপ আর কিছুই হয়না। ’। প্রসঙ্গত নিউজিল্যান্ড দল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষ করেছে ৮ উইকেটে ৩১৯ রানে, ৯৩ রান করেন কেন উইলিয়ামসন।