অজিত আগরকরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটি রবিবারই সিদ্ধান্ত নিল ভারতীয় স্কোয়াডে নয়া পেসারকে নেওয়ার। আসলে ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত আর্শদীপ সিং একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এদিকে তিনি অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন, যার ফলে বাঁহাতি এই পেসার প্রায় দিন দশেক মাঠের বাইরে থাকবেন। তাই সেই জায়গা পূরণ করতেই অংশুল কম্বোজকে ভারতীয় দলে ডাকা হল।
নিজের বোলিংয়েই একটি বল আটকাতে গিয়ে হাতে চোট পান আর্শদীপ, সাই সুদর্শনের বল নেট প্র্যাকটিসের সময় সপাটে লাগে আর্শদীপের হাতে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে, তার হাতে সেলাইও পড়েছিল। ফলে কমপক্ষে ১০ দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা যায়, কিন্তু ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু ২৩ তারিখ থেকে। আর ওভালে পঞ্চম টেস্ট শুরু জুলাইয়ের ৩১ তারিখ। এই আবহেই বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আর্শদীপের হাতে গভীর ক্ষত থাকায় তাঁকে আপাতত বিশ্রাম দেওয়া হবে এবং কম্বোজকে স্কোয়াডে আনা হল।
এদিকে একা আর্শদীপই নন, ভারতীয় পেসার আকাশ দীপেরও কুঁচকির চোট রয়েছে। তাই তাঁকেও পরের টেস্টে পাওয়া নিয়ে একটা সন্দেহ রয়েছে। তৃতীয় ম্যাচে এই চোট পান আকাশ। এরপর ট্রেনিং সেশনেও বেশ কয়েকদিন ধরেই আকাশ দীপকে বোলিং করতে দেখা যায়নি। ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে কম্বোজ দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন তিনি, বোলিং গড় ২২.৮৮। গত বছর কেরলের বিরুদ্ধে রোহতকে একাই ইনিংসের ১০টি উইকেটই নিয়ে নজির গড়েছিলেন কম্বোজ। যদিও ইংল্যান্ড সিরিজ শুরুর আগে কম্বোজকে সুযোগ না দিয়ে নাইট রাইডার্সে গম্ভীরের কোচিংয়ে অতীতে খেলা দিল্লির পেসার হর্ষিত রানাকে ১৬তম সদস্য হিসেবে ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল।