ইংল্যান্ড সফরের আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। জুন মাসের ২০ তারিখ থেকে পাঁচ টেস্টের সিরিজ শুরুর কথা ইংল্যান্ডে । এই আবহেই এবার বড় মন্তব্য করলেন অনিল কুম্বলে। তিনি মনে করেন, যে ধরণের বিদা এই দুই তারকার প্রাপ্য, তা তাঁরা দুজনেই পেলেন না। ১২৩ টি টেস্ট ম্যাচ খেলার পর ৯২৩০ রান করে টেস্টথেকে বিদায় নিলেন কোহলি। রয়েছে ৩০টি শতরান, ব্যাটিং গড় ৪৬.৮৫। গত সপ্তাহে রোহিত শর্মার অবসরের পরই ক্রিকেটবিশ্বকে হতাশ করে সোমবার সকালে টেস্ট অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন কোহলি।
অনিল কুম্বলে এই নিয়েই বলেন, ‘ এটা আমার কাছে খুবই অবাক করার মতো বিষয়। দুজন তারকা ব্যাটার, অবসর নিচ্ছে একজনের পর আরেকজন। এটা আমি আশা করিনি। এটা আমায় কিছুটা নাড়িয়ে দিয়ে গেছে। আমার মনে হয়েছিল বিরাটের মধ্যে এখনও কয়েক বছরের খেলা বাকি ছিল, বিশেষ করে টেস্ট ফরম্যাটের ক্ষেত্রে’।
জাম্বো আরও বলেন, ‘ও এখনও শুধুমাত্র ওডিআই ফরম্যাট খেলবে। কোনও ক্রিকেটাই আক্ষেপ রাখতে চায় না, আমিও নিশ্চিত যে এটা নিয়ে বিরাটও নিশ্চয় ভাবনা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ’। ভারতের সর্বকালের সব থেকে বেশি টেস্ট উইকেটের মালিক অনিল কুম্বলে, তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯ উইকেট। তাঁর মতে, এমন বড় ক্রিকেটারের বিদায় বা ফেয়ারওয়েলটাও বড় হওয়া উচিত ছিল।
কুম্বলে বলছেন, ‘এটা খুবই চুপচাপ একটা অবসর হয়ে গেল। প্রত্যেক ক্রিকেটারেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে, আমরা এর আগে অশ্বিনকে নিয়েও কথা বলেছি। টেস্ট সিরিজের মাঝেই ও অবসর ঘোষণা করেছিল আর দেশে ফিরে এসেছিল। কদিন আগে রোহিত শর্মার অসরের পর এবার বিরাট কোহলিও টেস্টকে ছেড়ে দিল, আমার মনে হয় এদের সকলেরই একটা ভালো বিদায় প্রাপ্য ছিল। আমি বিশ্বাস করি যারা এই বিষয়টি দেখভাল করছেন, তাঁদের এই বিষয়টা নিয়ে ওদের সঙ্গে কথা বলা উচিত ছিল। আমি জানি এখন সোশাল মিডিয়ার যুগ, সমর্থকরা সেখানেই খবর পেয়ে যায়। তবে প্রচুর সমর্থকই চায় নিজের প্রিয় তারকাকে শেষবার মাঠে খেলতে দেখতে তাঁকে ভালো একটা বিদায় দিতে ’।
রোহিতের অনুপস্থিতিতে বিরাটকে ইংল্যান্ডকে প্রয়োজন ছিল,সেকথাও বুঝিয়ে দেন কুম্বলে। তিনি বলেন, ‘রোহিত অবসর নিয়েছে, ও অনেকদিন অধিনায়ক রয়েছে। বিরাট ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক ছিল, তাই ওর মতো একজনকে ইংল্যান্ডে দরকার ছিল। ইংল্যান্ড সফরে পাঁচটা টেস্ট থাকবে। আমার মনে হয় এটা নির্বাচকদের কাছেও একটা ধাক্কা হতে চলেছে। আমি নিশ্চিত নির্বাচকরা নিশ্চয় ওকে বোঝানোর চেষ্টা করেছে ’।