বাংলা নিউজ > হাতে গরম > এক কড়াইয়ে একই সময় দুটো রান্না! লোকটির বুদ্ধি দেখে হতবাক নেটিজেনরা, ভাইরাল ভিডিয়ো
অভাবে অনেক কিছুই করতে হয়। কিন্তু তার সঙ্গে মাঝে মাঝে কিছু অভিনব বুদ্ধি পাওয়া যায়। সম্প্রতি তেমনই এক বুদ্ধি দিলেন উন্মেশ নামের এক ব্যক্তি। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে একটি হাড়ির মধ্যেই তাকে আলুর তরকারি ও রুটি বানাতে দেখা গেল। কীভাবে? আটা দিয়ে কড়াইয়ের মাঝামাঝি একটি ভাগ বানিয়ে নিয়েছেন উন্মেশ। সেই ভাগের এক পাশে তৈরি হচ্ছে আলুর তরকারি আর অন্য পাশে রুটি।
আরও পড়ুন - সিন্ধুর জল যাচ্ছে না, 'চিন্তায়' পাক সুন্দরী হানিয়াকে জলের বোতল পাঠালেন ভারতীয়! ভাইরাল ভিডিয়ো