লকডাউনে কর্মরত সংবাদমাধ্যম কর্মীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ কেন্দ্রের
1 মিনিটে পড়ুন Updated: 22 Apr 2020, 04:04 PM ISTমুম্বইয়ে কর্মরত ৫০ জন এবং চেন্নাইয়ে কর্মরত ২০ জন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন।
মুম্বইয়ে কর্মরত ৫০ জন এবং চেন্নাইয়ে কর্মরত ২০ জন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন।
সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কর্মীদের কর্তব্য পালনের সময় যথাযথ স্বাস্থ্য সংক্রান্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
বুধবার এই মর্মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে, তাঁদের যে সমস্ত কর্মী পথে নেমে এবং দফতরে বসে কাজ করছেন, তাঁদের প্রয়োজনীয় যত্ন নিন।’
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সংবাদমাধ্যম কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশ হওয়ার পরে এই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মন্ত্রকের নজরে এসেছে যে, সংবাদমাধ্যম কর্মীদের এক বড় অংশ সম্প্রতি কর্তব্য পালন করতে গিয়ে Covid 19 এ আক্রান্ত হয়েছেন।’
আরও পড়ুন: মুম্বইয়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৫৩জন সাংবাদিক, উদ্বিগ্ন কেন্দ্র
কিছু দিন আগেই মুম্বইয়ে কর্মরত ৫০ জন এবং চেন্নাইয়ে কর্মরত ২০ জন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে, সংবাদমাধ্যম কর্মীদের পরীক্ষা করার জন্য পৃথক Covid 19 কেন্দ্র তৈরি করা হয়েছে। একই রকম নির্দেশ জারি করেছে কর্নাটক সরকার।